শাহাবাগ এন্ড বিরিয়ানি।

লিখেছেন লিখেছেন খালিদ হোসাইন বীর ২৮ মার্চ, ২০১৩, ০১:০২:৫৭ দুপুর

ধিক তোদের নষ্ট সমাজ গাঁজা আর বিড়ি,

তোদের নেতা দেখায় তোদের উপরে উঠার সিড়ি।

কেউ বলে মা দুর্গা,কেউ বলে ইনশে আল্লাহ,

কেউ আবার ভোটের সময় জয় দাঁড়িপাল্লা।

নষ্ট সমাজ দিচ্ছে ডাক নাস্তিকতার পথে ,

ঝরছে অনেক নিষ্পাপ প্রান আলকোরানের সাথে।

কেউবা ব্যস্ত চাকরি নিয়ে কেউবা দুনিয়া দারি,

কেউবা কানে আঙুল দিয়ে ভুলছে আহাজারি।

শাহাবাগ এন্ড বিরিয়ানি নিরাপত্তায় ঘেরা,

চলছে সবার নগ্ন নৃত্য প্রতিবাদের ধারা।

নাস্তিকরা তেড়ে আসে দল-বল করে ভারী,

মরছে মানুষ দিকে দিকে শোকের আহাজারী।

আল্লাহকে ওরা ফাঁসি দেবে রাসুল তিরস্কার,

মুসলমান দিচ্ছে শুধু নিশ্চুপ হুংকার।

মোনাফিকরাও তাদের সাথে দিচ্ছে সমর্থন,

বর্বরতার নিন্ম যুগে আঙুল কর্তন।

পুলিশ আর চাপাতি লীগ জিম্মি জনগন,

আকাশ বাতাস ভারী আজ শোষন নিপিড়ন।

কাঁদছে কোরান কাঁদছে জাহান জাগো মুসলমান,

দ্বীনের পথে যাও এগিয়ে সকল নোজোয়ান

বিষয়: সাহিত্য

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File