জাতীয় শুদ্ধতা
লিখেছেন লিখেছেন খালিদ হোসাইন বীর ২৭ এপ্রিল, ২০১৩, ০২:২৫:২৮ দুপুর
আমি চাইনা কোন অশ্রু দেখতে, চাইনা অশ্রু ঝরাতে ।
চাইনা ধর্ম বিদ্বেষী আর, উম্মাদ হয়ে থাকতে ।
চাইনা দেখতে আহাজারি আর,চাইনা দেখতে রক্ত
চাইনা দেখতে জালিমের হাত, অনেক বেশি শক্ত ।
আমি চাইনা দেখতে চাটুকার আর , চাইনা অনাহারি
চাইনা দেখতে সন্ত্রাসি আর ,মর্গে লাশের শারি ।
দালাল দেখতে চাইনা আমি, চাইনা ছিচকে রানা
আজব দেশ ,সব মানুষ আজ দিনের বেলাই কানা ।
পাগলা মন্ত্রী -সান্ত্রীরা আজ ,বোতল মাঝেই বন্দী
বিশ কোটিতে পালিয়ে যাওয়ার , রানা মিয়ার ফন্দি ।
অহিংস আর ফাঁসির দাবি শাহাবাগ আজ শূন্য
বিরিয়ানী আর টাকার ফাঁকে ,দাবী হয়নি পূর্ন ।
ঝরছে আজ মায়ের অশ্রু, ভাইয়ের আর্তনাদ
সপথ নিতে ব্যাস্ত তিনি গদির নরম স্বাদ ।
চাইছি আমি কাঁদবে না কেউ , হাসবে সবাই ,আর হবেনা ক্ষুদ্দ
চিন্তা ,মননে,ভালবাসাই হবে এজাতী শুদ্ধ ।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন