তোমরা যারা ষাঁত্রলীগ করো না ::
লিখেছেন লিখেছেন ক্যরিয়ার স্পেশালিস্ট ১৮ মার্চ, ২০১৪, ০৫:২৯:৫১ বিকাল
আজ সকালে মতির কাগজটা হাতে নিয়ে বাসা থেকে বের হলাম । কেম্পাসে গোল চত্তরে আসতেই দেখলাম একলা একটা ২৭/২৮ বছর বয়স্ক ছেলে আমার দিকে এগিয়ে আসতে লাগল । রাস্তাটা জনমানব শূন্য, আমি খুব একটা একা বের হই না । প্রথমে ভেবেছিলাম অটোগ্রাফ অথবা ফটোগ্রাফ নিবে হয়তো কিন্তু সাধারণত আমার ক্যাম্পাসের তৈলবাজগুলা ছাড়া কেউ আমার কাছেই আসে না । ছেলেটির মুখভর্তি দাড়ি জীর্ণবস্ত্র দেখে কেমন যেন সন্দেহ হল । আমি দেখেও না দেখার ভান করলাম । কিন্তু ছেলেটা আমার দিকেই এগিছে আসছে.....
কি করি ? তাই ভাবতে লাগলাম.......
কাছে এসেই ছেলেটি সালাম দিল ।
আমি আরো ভয় পেয়ে গেলাম ।
ছেলেটি জানাল সে খুব গরীব পরিবার থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিল । টিউশানি করে নিজের পড়ার খরচ চালিয়েছে । আজ ৩ বছর ধরে সে কোন চাকরি পাচ্ছে না । আমারা কাছে এসেছে সুপারিশ করিয়ে দিতে । ভাবতে খুব অবাক লাগল আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, "এই বয়সে তার প্রেম করা উচিত, অথচ সে চাকরি খুঁজছে !!!!!!" আমি তাকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে লেকচার দিলাম মাত্র ২ ঘন্টার মত । লক্ষ্য করলাম শত্যিকারের ইতিহাসের প্রতি তার অনীহা ।
এর পর আমি তাকে সরাসরি কিছু না বলে প্র.আলু -র নিউজটি দেখিয়ে দিলাম । ভাবতে ভালো লাগে ঢাবিতে আমার চেয়েও অধম আছে................................।
http://bangla.bdnews24.com/bangladesh/article758924.bdnews
বিষয়: রাজনীতি
১৭৪২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই একেবারে পাঠাটাকে ফাটাইয়া দিলেন
ভালই হইছে ভাইজান!! চালিয়ে যান।
আমারও ভুল ধারনা ছিল। ভুল ধারনা ভাঙ্গার জন্য আপনাকে -স্যরি - তাকে ...
তা এই স্যারের ড্রোন গেল কই? ড্রোন দিয়া মালেয়শিয়ার বিমানটা খূজে বের করতেন।
তবু যদি নসু মিয়াদের হুঁশ হতো।
মন্তব্য করতে লগইন করুন