হরতালে নতুন আতঙ্ক পেট্রোল বোমাঃ
লিখেছেন লিখেছেন নিউজ২৪ ২৬ মার্চ, ২০১৩, ০২:১২:১৫ দুপুর
দেশে চলমান সহিংস হরতালে পিকেটারদের হাতে পেট্রোল বোমায় নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতদিন ককটেল বিস্ফোরণ ঘটালেও সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পিকেটারদের হাতে পেট্রোল বোমাই বেশি দেখা যাচ্ছে
গত রোববার বিকেলে হরতালের আগের দিন রাজধানীর মাদারটেক এলাকায় পেট্রোল বোমাসহ পুলিশের হাতে আটক হয় পেট্রোল বোমা চক্রের এক সদস্য। এর পরই মূলত পেট্রোল বোমার বিষয়টি আলোচনা আসে।
এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান এডিসি সানোয়ার হোসেন বলেন, “আমরা সামগ্রিকভাবে বিস্ফোরক দ্রব্যের ওপর কাজ করছি। এগুলো রোধ করার জন্য গোয়েন্দা পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে।”
আর পেট্রোল বোমা পিকেটারদের বেশি পছন্দ এই জন্যই যে, হরতালে সচরাচর ককটেলের শব্দে পুলিশসহ অন্যান্য লোকজন পিকেটারদের তাড়া করতে পারে। কিন্তু পেট্রোল বোমা সেই ধরনের সমস্যা থেকে রা করে। একজন পিকেটার পেট্রোল বোমা নিপে করলে খুব কম শব্দ হয়। অনেক সময় কাছের মানুষ বুঝতে পারেনা। এ কারণে পিকেটাররা ককটেলের চাইকে পেট্রোল বোমাকেই বেশি পছন্দ করছে। আর এর ব্যবহারও বাড়ছে। গাড়িতে আগুন দেওয়ার েেত্র কাছে গিয়ে পেট্রোল ঢেলে দিয়াশলাই কাঠি দিয়ে আগুন দেওয়ার চাইতে দূর থেকে এটি নিপে করলে সহজেই আগুন ধরে যায়।
এ কারণে পিকেটাররা ব্যবহার করছে এই পেট্রোল বোমা।
বোমা বিশেষজ্ঞদের মতে ককটেলের চাইতে বেশি ভয়ঙ্কর এই পেট্রোল বোমা, কারন ককটেল নিেেপ উচ্চ শব্দ হয়। আর এটি বিস্ফোরিত হলেও বর্তমানে এর ভেতরে যে কেমিক্যাল থাকছে, তাতে করে খুব বেশি তি করেনা। কিন্তু পেট্রোল বোমা ককটেলের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর ও তিকর।
বিশেষজ্ঞরা বলেন, দূর থেকে কোনো গাড়িতে পেট্রোল বোমা নিপে করলে তাতে দ্রুত আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা লোকজন দ্রুত বেরুতে না পারলে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারেন।
কিংবা বেরুতে বেরুতে শরীরে আগুন ধরে গেলে তা নেভানোর আগেই শরীরের অনেক বড় তি হতে পারে।
সর্বোপরি বিশেষজ্ঞরা বলছেন, ককটেলের চাইতে অনেক বেশি তিকর এই পেট্রোল বোমা। ককটেল অনেক সময় আতঙ্ক তৈরি করলেও পেট্রোল বোমা অনেক তি করে। যেখানে ল করে এটি নিপে করা হয়, সেখানে সহজেই আগুন ধরে যায়।
আবার যদি নিপেকারী সতর্ক না থাকেন, তবে তার শরীরে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও অনেক। দ পিকেটার ছাড়া যারা এটি ব্যবহার করবেন, তাদেরও শরীরে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
সার্বিক বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের প্রধান এডিসি সানোয়ার হোসেন বলেন, “ককটেলের চাইতে পেট্রোল বোমার তি অনেক বেশি। আর এটি বানানোও সহজ। যার কারণে হরতাল পিকেটাররা পেট্রোল বোমার ব্যবহার বেশি করছে।
এছাড়াও আমরা এর ব্যাবহার রোধে কার্যকর প্রদক্ষপে গ্রহনের পকৃয়া অব্যহত রেখেছি, যা পরবর্তিতে সাংবাদিকদের জানানো হবে।
নিউজটুয়েন্টিফোর: ঢাকা
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন