•আমি শাহানার ছেলে; আলতাব আলির ছেলে!!
লিখেছেন লিখেছেন জহির আহমেদ ৩০ এপ্রিল, ২০১৩, ০২:৫২:৪৬ রাত
•আমি শাহানার ছেলে; আলতাব আলির ছেলে!!
দেখ,দেখ, এই ভবনডাই মোদের বাপ-মায়ের কবর সাভারের ডেথ প্লাজা,
এইখানে মোদের বাপ্জী মরে, এইখানে মোদের মা,
•কাঁদছিস তোরা? কি করিব, পরান যে মানে না!
সেই সকালে বাপ মোর যেতে যেতে বুক জড়ায়ে কহিল মোরে কোলে তুলি,
বাপজান আমার,কি আনিব তোমার জন্য দিন শেষে কামলা খাঁটি?
নেচে নেচে কহিলাম তারে যা কিছু আন,ঘরে ফিরতে করোনা কিন্তূ,দেরি।
•কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
মা আমার,কেন যেন কত ব্যথা পাইত প্রতিদিন কামে ছাড়িয়া যাইতে মোরে!
ব্যথাতুরা সেই হতভাগিনী মরিবার কালেও আমার জন্য বেঁচে থাকতে চায় বলেছিল জনে জনে।
•কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
বাপ-মা মোদের কাম করিত কলুর ছেলে চামারের কসাইখানায়,
ডেকে নিয়েছিল কসাই সেদিন বেতন দেবে এই আশায়।
এই ভাবে সেদিন দিয়েছিল বেতন কত শত জনে,
জানিত কি তারা ফিরিবেনা আর কখনো আপনজনের তরে।।
•কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
বড় ব্যথা পাই দুনিয়াতে মোর মা বলিতে কেহ নাই;
বড় ব্যথা পাই দুনিয়াতে মোর বাপ বলিতে কেহ নাই।।
•কাঁদছিস তোরা? কি করিব, পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।
বিষয়: বিবিধ
২৭৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন