মহান স্বাধীনতার দাবি আজ জাভীয় ঐক্য

লিখেছেন লিখেছেন আবু শাহাদাত চৌধূরী ২৯ মার্চ, ২০১৩, ০৭:৩৫:৪২ সন্ধ্যা

আল্লাহর লাখ শুকরিয়া যিনি আমাদেরকে বাংলাদেশের মত একটি সুন্দর সুজলা সুফলা শষ্য শ্যামলায় পরিপূর্ণ ও খনিজ পদার্থ এবং গ্যাসের মত অমূল্য সম্পদে ভরপূর উজ্জল সম্ভাবনাময় রাষ্ট্র দান করেছেন । এই রাষ্ট্রটির মৌলিক অধিকার অর্থাৎ মহান স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সব বীর মুক্তিযুদ্ধা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং যে সব মা বোনেরা লাঞ্চিত ও অপমানিত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের প্রতি স্বশ্রদ্ধ সালাম ও দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ইহকালে স্বর্ম্মান ও পরকালে মুক্তি দান করেন ।

জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের স্হাপতি বঙ্গবন্ধু মরহূম শেখ মুজিবুর রহমান ় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ় মুক্তিযুদ্ধার সর্বাধিনায়ক কর্নেল ওসমানি সহ সকলের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা এবং তাদের রূহের মাগফেরাত কামনা করছি ় সাথে সাথে যারা পত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি রহিল অকৃতিম ভালবাসা ও দোয়া ়

মোদ্দা কথায় বলি যে উদ্ধেশ্যে আমাদের পূর্বসূরিরা অগনিত রক্ত দিলেন আজ ৪২ বছর পরেও কি আমরা সেই উদ্দেশ্য হাসিল করতে পারেছি ঃ গণতন্ত্র শিক্ষা বাসস্হান চিকিৎসার মৌলিক অধিকারটুকু বাংলাদেশের সকল মানুষকে পৌছানো সম্ভব হয়নি ় মত প্রার্থক্য থাকা স্বাভাবিক ঃ তবে তা হবে সীমার ও শালিনতার মর্ধ্যে ় আমার মতে স্বাধীনতার স্বাদ পেতে হলে আজ বিশেষ প্রয়োজন আমাদের মধ্যে জাতীয় ঐক্যের ় আসুন এই স্বাধীনতার মহতি মাসে শপথ গ্রহন করি জাতীয় ঐক্যের ় গড়ে তুলি আমাদের সকলের প্রাণ প্রিয় জম্মভূমি সোনার বাংলাদেশকে ় যদি বঙ্গবন্ধু দেশের স্বার্থে ১৯৫ জন প্রকৃত যুদ্ধ অপরাধীকে ট্রাইবুনাল গঠন করে বিচারের সম্মুখীন করার পরেও ক্ষমা করে থাকেন এবং দালালি আইনের মাধ্যমে যারা বন্ধী ছিলেন তাদেরকে জাতীয় ঐকৈর জন্যে সাধারণ ক্ষমা ঘোষনা করেন এবং অবশিষ্ট যা ছিল তাও পরের সরকারের সময় দেশের স্বার্থে রিহত করা হয় ় আজ ৪২ বৎসর পর হঠাৎ করে কেন বিচারের নামে আমাদের মধ্যে মারামারি হানাহানি শুরু করা হল় ় কেন বা আমাদের সন্তানদেরকে আমার নিজ দেশের পুলিশ ও র্যাব গুলি মেরে হত্যা করল ় এভাবে অনেক প্রশ্ন ় আমার অনুরূধ সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি ় আপনারা এক সাথে বসুন এবং পুরো জাতিকে ঐক্যবদ্য করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবার ব্যবস্হা করূন ় এটাই হউক আমাদের শপথ ় আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করূন ় আমীন ়

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File