মামুন কি ডিভির হাতে আটক ও ছাদেক মোল্লা পলাতক ?
লিখেছেন লিখেছেন জিসান এন হক ২৫ নভেম্বর, ২০২১, ০১:৩১:৩৯ রাত
সত্য এক দিন না এক দিন প্রকাশিত হবেই ।
ডাকাত মাসুদ রানার ব্যাপারে মানুষ সত্যটা জেনেছে এবং মাসুদ রানা রাজাকারের সন্তান ভুয়া মুক্তিযাদ্ধা তাও তার কীর্তিকলাপে আজ জেনে গিয়েছে । এই ভূমিদ্যসু তার প্রতিবেশী অনেকের জায়গা জমি দখল করে বসে আছে , অনেক আগে টাকা খাইয়ে নামজারী পর্যন্ত করে রেখেছে যার দাগ খতিয়নে কোনো মিল নেই, এমন কি এবলইননার মৃত্যু বউর জমিও মাসুদ রানা নিজের নামে জাল দলিল করে নিয়ে গিয়েছে । অথচ ভুয়া ক্রয় সুত্রে মালিক ও জাল জালিয়াতি মিথ্যা সাইন বোর্ড লাগিয়ে মামুনের জমি মাসুদ রানা ছাদেক মোল্লাকে বুঝিয়ে দিতে চেয়েছিল। এমর্মে তদন্ত দাবী জানালে আজ ২৪/১১/২০২১ইং ৭ (সাত) জন ডিভি পুলিশ আসতে না আসতেই ছাদেক মোল্লা পালাতে বাধ্য হয় এবং কত ঘন্টা পর বাসায় ফিরেছে তা জানা যায়নি । কারন এই জমিটা ছাদেক মোল্লার বিরুদ্ধে মামুন ইনজেংশান পায় তাই আইন অবমাননার দায়ে ছাদেক মোল্লা যে কোনো সময় এরেস্ট হতে পারে যদি জমিনে যায় ,তা ছাদেক মোল্লা ভাল করে জানে ।
এদিকে এই ৭ জন ডিভি পুলিশকে মামুন সকল দলিল পত্র দেখাতে বাধ্য হয় যে , আদৌ এই জমিনের মালিক মামুনের বাবা কি না ।
মুলত এটা ছিল ডাকাত মাসুদ রানার একটা অপকৌশল , ইতিপুর্বে এমন অপকৌশল করে অনেকের অনেক জায়াগা জমি এমন কি মসজিদের জায়গাটাও ভুমিদ্যসু মাসুদ রানা দখল করে নিয়ে পরে মসজিদে দিয়ে দেয় । (চলবে)
বিষয়: বিবিধ
৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন