আওয়ামীলীগ সেকুলার প্যারোমিটার ?

লিখেছেন লিখেছেন জিসান এন হক ১৫ জুলাই, ২০১৬, ০৫:০১:৫৮ বিকাল

যাদের নুন্যতম ঈমান আছে তাদের কাছে স্পস্ট হয়েগিয়েছে হাসিনা বা আওয়ামীলীগ কি?এই ভিডিও টি সাক্ষী
হাসিনা ক্ষমতায় আসার পর আজীবন ক্ষমতায় থাকার জন্যে পিলখানায় বিডিয়ার ধবংসের মাধ্যমে পাকাপোক্ত করেছে।তাই তো জাতির ভাগিনা বলেছে ,সেনা বিদ্রোহ হওয়ার কোন সম্ভবনা নেই।তারা যেই অপকর্ম এবং দেশ-বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত করবে ,তাদের মোকাবেলা করার মত কোন শক্তি নেই। যদিও জামায়াত-শিবিরকে ভারত/আওয়ামীলীগ শত্রু মনে করে ।তাই ষড়যন্ত্র করে শীষ নেতাদের হত্যা করেছে ।হাসিনা নাস্তিকদের একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড সরকারের মুশরেকি নীতির কারনে নাস্তিক- মুশরেকরাই বেনিফিটেড হচ্ছে।স্টার,জলসা ছাড়া, পিস টিভি বন্ধ করেছে। ইসলাম ও মুসলমান হাসিনার কালো হাতের মার খাচ্ছে ।এর পরও যদি কেউ আওয়ামীলীগে থাকে তারা ইমানদার কি না, সেকুলার প্যারোমিটার দিয়ে পরিমাপ করলে চলবে না আখেরাতের ময়দানে। আললাহ বলেন:-

ـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٲنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡڪُفۡرَ عَلَى ٱلۡإِيمَـٰنِ‌ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ হে ঈমানদারগন ,যদি তোমরা তোমাদের পিতা ও ভাইয়েরা কখনো ইমানের উপরে কুফরিকেই বেশী ভালবাসে ,তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধরোপে গ্রহন কর না। তোমাদের মধ্যে যারা এ (ধরনের )লোকদের (নিজেদের) বন্ধ হিসাবে গ্রহন করে ,তারাই হচ্ছে (সুস্পষ্ট ) জালেম।(তাওবা-২৩) এই আওয়ামী/পন্থীদের সাথে কিছু করতে চাইলে এই আয়াতই প্যারোমিটার।আর এই আওয়ামীদের পতনের জন্যে আন্দোলন ,সংগ্রাম যুদ্ধ করা ইমানি বা নাগরিক দায়িত্ত ও কত্তব্য। কারন এই দলটি প্রথমেই রাষ্ট্রের বিরদ্ধে ষড়যন্ত্র করে সৎ, যোগ্য, ইমানদার সেনাদেরকে হত্যা করেছে, এবং জাতির সাথে যে ওয়াদা করেছে তা ভঙ্গ করেছে এবং বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার উদ্দেশ্যে বিভিন্ন অজু হাত তুলে রাসুলের(স)অনুসারি আলেম ওলামাদের দুনিয়া থেকে বিতাড়িত করে এবং ফাঁসি দিচ্ছে ।তাই আল্লাহ বলেনঃ- أَلَا تُقَـٰتِلُونَ قَوۡمً۬ا نَّكَثُوٓاْ أَيۡمَـٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوڪُمۡ أَوَّلَ مَرَّةٍ‌ۚ أَتَخۡشَوۡنَهُمۡ‌ۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ তোমরা কি এমন একটি দলের বিরদ্ধে যুদ্ধ করবে না , যারা (বার বার )নিজেদের অঙ্গিকার ভংগ করেছে ,যারা রাসুলকে(সদেশ থেকে)বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম (তোমাদের ওপর হামলা) শুরু করেছে ; তোমরা কি (সত্যিই )তাদের ভয় কর ? অথচ যদি তোমরা মুমেন হও তাহলে তোমাদের আল্লাহকেই বেশী ভয় করা উচিত।(তাওবা-১৩) পৃথিবীর অনেক রাস্ট্রই তাদের এই জঘন্য কাজের আপত্তি জানিয়ে আসছে সুতরাং আন্দোলন করা ইমানদারদের এখনই সময় ,কারন আল্লাহ চান,তিনি বলেন : قَـٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيڪُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٍ۬ مُّؤۡمِنِينَ তোমরা তাদের সাথে লড়াই করো , আল্লাহ( আসলে) তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন ,তিনি তাদের অপমানিত করবেন , তাদের ওপর (বিজয় দিয়ে) তিনি তোমাদের সাহায্য করবেন এবং (এভাবে) তিনি মুমেন সম্প্রদায়ের মনগুলোকেও নিরাময় করে দেবেন(তাওবা-১৪) পৃথিবীর অনেক রাস্ট্রই তাদের এই জঘন্য কাজের আপত্তি জানিয়ে আসছে সুতরাং আন্দোলন করা ইমানদারদের এখনই সময় ,কারন আল্লাহ চান,তিনিি বলেন :তোমরা তাদের সাথে লড়াই করো , আল্লাহ( আসলে) তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন ,তিনি তাদের অপমানিত করবেন , তাদের ওপর (বিজয় দিয়ে) তিনি তোমাদের সাহায্য করবেন এবং (এভাবে) তিনি মুমেন সম্প্রদায়ের মনগুলোকেও নিরাময় করে দেবেন(তাওবা-১৪)

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374680
১৫ জুলাই ২০১৬ বিকাল ০৫:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
374699
১৫ জুলাই ২০১৬ রাত ১০:৩৬
জিসান এন হক লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
374717
১৬ জুলাই ২০১৬ রাত ০৩:০৬
কুয়েত থেকে লিখেছেন : পিলখানায় বিডিয়ার ধবংসের মাধ্যমে পাকাপোক্ত করেছে ভালো লাগলো অনেক ধন্যবাদ
374722
১৬ জুলাই ২০১৬ রাত ০৪:১৪
নয়া জামানার ডাক লিখেছেন : অনেক ধন্যবাদ
374736
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:০৮
জিসান এন হক লিখেছেন : এই ভিডিও টি সাক্ষী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File