কোথায় সেই নামাজ - রোজা পালনকারী মেম্বার,চেয়ারম্যান ,এম পি, মন্তী্রা ?
লিখেছেন লিখেছেন জিসান এন হক ০২ জুলাই, ২০১৬, ১২:১৩:১১ রাত
হে বাংলার মুসলমানগণ আমরা বসনিয়ার যুদ্ধ দেখেছি, বসনিয়ার মুসলমানগণ বলতো সারবিয়ানরা আমাদের উপর হামলা করবে, মসজিদ ভেংগে গোটিয়ে দিবে ভাবতেও পারি নাই ।কারন তাদের সাথে আমরা মিশে গিয়ে তাদেরকে আমরা আমাদের প্রশাসনের বিভিন্ন পদে বসিয়েছি,আর তারা সুযোগ পেয়ে আমাদের মুসলমান মা-বোনের উপর ঝাপিয়ে পড়েছে। এমন কি পুরুষদের লিংগ কর্তন করেছে, যাতে কোন মুসলমান জম্ম না দিতে পারে ।বাংলাদেশেও মুসলমান, হিন্দু সবাই এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। সকলেই আজ আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, দেশে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, কথা বলার অধিকার, বাকস্বাধীনতা চায়, এই আওয়ামীলীগকে মুসলমান মনে করে বসনিয়ার মুসলমানরা যে ভাবে সারবিয়দের প্রশাসনে বসিয়েছিল সে ভাবেই ধর্মনিরপেক্ষ একটি জাতিকে প্রশাসনে বসিয়েছি।তাই তো আজ তারা বিভিন্ন ভাবে বাংলার মুসলমানদেরকে কন্ঠাসা করার জন্যে অপারেশন শুরু করেছে, আওয়ামীলীগেও ভাল মানুষ,অনেক নেতা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, অনেক মুসলমানরাই মনে করতো ।কোথায় সেই নামাজ - রোজা পালনকারী মেম্বার,চেয়ারম্যান ,এম পি, মন্তী্রা ? (আল্লাহ বলেনঃ-وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأَخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ মানুষের মাঝে কিছু (লোক আমন)আছে যারা মুখে বলে, আমরা আল্লাহ ও পরকালের উপর ঈমান এনেছি ,কিন্ত (এদের কর্ম-কাণ্ড দেখলে বুঝতে পারবে) এরা ( মোটেও ) ইমানদার নয়।(সুরা- বাকারা-৮)
তারা যদি মুলত; আল্লাহর জন্য করে থাকে আজ সেই নামাজ - রোজা পালনকারী মেম্বার,চেয়ারম্যান ,এম পি, মন্তী্রা থাকার পরও গেণ্ডারিয়ায় আল্লাহর ঘর মসজিদ কেন বেদখল হয়ে যায় ?এতএব এখনও সময় আছে ,হে মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে ৯০% মুসলমানদের দেশে,দেশ ও আল্লাহ বিরোধী শক্তির মোকাবেলা করে ধর্মনিরপেক্ষ এই জাতির পতন না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে রাখতে হবে । আল্লাহ বলেনঃ- وَقَـٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٌ۬ وَيَڪُونَ ٱلدِّينُ ڪُلُّهُ ۥ لِلَّهِۚ فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ بَصِيرٌ۬ তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতক্ষণ না (আল্লাহর জমিনে কুফরি )ফেতনা বাকি থাকবে এবং দ্বীন সম্পুনভাবে আল্লাহর জন্যেই (নিদিষ্ট হয়ে যাবে , (হ্যাঁ ) তারা যদি (কুফরি থেকে ) নিবুত্ত হয় , তাহলে নিসন্দেহে আল্লাহ তাদের কায্কলাপের পর্যবেক্ষণকারী (সুরা আনফাল-৩৯)। আল্লাহ আমাদের সুমতি দান করুন ।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ৢৢৢৢৢৢৢৢঐ সব এম পি মন্ত্রী বাদ দেন দেশে কয়েক হাজার মাদ্রাসায় শত শত আলেম ওলামা আছেন তারাইবা কোথায়?
মন্তব্য করতে লগইন করুন