সৃতি হারায় না।

লিখেছেন লিখেছেন জিসান এন হক ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৮:৫৫ রাত



(গাছের) ১টি পাতা (কোথাও) ঝরে না,যার (খবর) আল্লাহ জানেন না وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا (সুরা আনআম ৫৯)।يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا সেদিন সে (তার সব কিছু)খুলে খুলে বর্ননা করবে(সুরা যিলযাল-৪)।মৃত্যু যেমন কোন তুচ্ছ ঘটনা নয়,সত্য উদ্ভাসিত হওয়াটাও তেমন অনাকাঙ্গক্ষীত নয়। জালেমরা মিথ্যা আবর্জনা দিয়ে সত্যকে দাবিয়ে রাখতে চায় কিন্ত সত্য উদ্ভাসিত হবেই, এ কে খন্দকার সাহেবের লিখা বই তার প্রমান ।সৃতি হারায় না সবকিছু রেকড হয়/হচ্ছে। আল্লাহ বলেন:-فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ /وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ যে ব্যক্তি এক অনুপরিমান ভাল কাজ করবে(সেদিন) তাও দেখতে পাবে, অনুরুপ কোন মানুষ অনুপরিমান খারাপ কাজও করলে সেদিন তা দেখতে পাবে(সুরা যিলযাল-৭-৮) । মুন্সীগন্জ সিরাজদিখানে ১৯৯৯সালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়, জাতীয় পার্টির হতে আঃলতিফ সাহেব ভাল ভুমিকা রেখেছিল আওয়ামিলীগের বিরুদ্দে। কিন্ত যখন জনাব কামাল চৌধুরীর আনরস মার্কার আলী আহমেদ স্যারের তৈরি করা ১টি গ্ররোপের(Group) প্রচারনায় লাল বাড়ি গেলে অনেক লোক বলেছে মতিন হাওলাদার(আঃলতিফ সাহেবের ছোট ভাই) জায়গা জমি জোড় দখল করে নিয়েছে যেমন পরবর্তিতে এই কামাল চৌধুরী ও আঃকুদ্দুস ধীরন সাহেবদের আশকারায় আশ্রয়ে প্রশ্রয়ে তাদের নিজ গ্রাম কুসুম পুরের নজরুল ইসলাম নাফিজ চন্দন ধুল বাবুর বাড়ির অনেক জায়গা জমি দখল করে বসে আছে এমন হাজার প্রমান আছে আমরা জানি এবং update খবর হচ্ছে আঃখালেক সাহেকের বড় পুত্র শাহআলমের নামে পাওয়ার অফ অথরটি নিয়ে নুরুল হকের আড়াই ঘন্ডা জমি দখল পুর্বক এবং সামছুল হক কালার বিরুদ্দে মামলা চালাচ্ছে নাফিজ। নুরুল হক ন্যায় নীতি,সৎ নিঠ্যা ও আদর্শবান হওয়ার কারনে জনাব মিজানুর রহমান শেলীর ভাই মাসুদুর রহমান, মন্জুরু রহমান রাসকিন,প্রিন্সিপাল সামছুল হক হাওলাদার,ইদ্রিস আলী তালুকদার,মুনতাসির আলম(তমাল) চৌধুরীসহ কুসুম পুরের ছোট বড় বেশ লোকই ওকে ভালবাসে জানে, আগে জামায়াত নেতাও ছিল। ৯ বছর পর ইউরোপ থেকে দেশে এসেছিল সে বলে শাহআলম আমার ফুুফাতো ভাই লড়াই করার কিছু নাই।কিন্ত সময়ের পরিক্রমায় সেই(আঃলতিফ সাহেবের মত নয়) আঃমতিন সাহেব আবার চেয়ারম্যান(আওয়ামিলীগ হতে এবারও মনোনয়ন পেয়েছে), ছেড়েদে মা লুটেপুটে খাই । আসলে মরতে হবে দুনিয়াতেও দেখান,আল্লাহ বলেনঃ-أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِم مِّدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ (হে নবী)তারা কি দেখেনি, তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি প্রতিস্ঠা দান করেছিলাম, যা তোমাদের দান করিনি,,,,,,,,,,,,,,, আর তাদের পর ঐ জায়গায় আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি(সুরা আনআম-৬)। আসুন আমরা সংশোধন হয়ে যাই, তা না হলে টাকা পয়সার জোড়ে এখানে বাচঁতে পারলেও আখেরাতে কোন উপায় থাকবে না। কারন সব কিছু রেকড হচ্ছে এই সৃতি হারানোর মত না।

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359886
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৬
জিসান এন হক লিখেছেন : যে ভিডিও ২টি দিয়েছিলাম https://www.youtube.com/watch?v=Ookr-LHxEXM
359887
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৬
জিসান এন হক লিখেছেন : যে ভিডিও ২টি দিয়েছিলাম https://www.youtube.com/watch?v=bpreSEhGtIk

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File