কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারে না ?

লিখেছেন লিখেছেন জিসান এন হক ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩০:০৪ সকাল

মুসলমানগণ নামাজের সময় প্রতি রাকাতেই প্রাথনা করে,إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ (হে প্রভু) আমরা তোমারই ইবাদাত করি এবং তোমারই সাহায্য চাই (সুরা ফাতেহা-৫) এক কথায় আল্লাহ যা আদেশ করেছেন তা করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করাই ইবাদাত। ৯০% মুসলমানের দেশে রোলিং পার্টির প্রধান মাথায় পর্টি হাতে তজবিহ নিয়ে নিজেকে মুসলিম হিসাবে উপস্থাপনা করে ,এখন আল্লাহ্‌কে খুশি না করে ভারতকে বুঝাতে চায় আমি তোমারই আনুগত্য (ইবাদত) করি এবং তোমারই সাহায্য চাই ।আর এই জন্যই কোরআনের তাফসীর মাহফিলে ১৪৪ ধারা জারি করা হচ্ছে অন্যদিকে মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উদ্দোগে সরকারী ভাবে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে
। যদি সরস্বতী পূজা নির্বিঘ্নে পালনের সকল ব্যবস্থা সরকারিভাবে করা যায় তাহলে কোরআনের তাফসীর মাহফিল নয় কেন !? এদেশে এখন নাচ-গানের আয়োজন করতে অনুমতি লাগেনা, অনুমতি লাগে কেবল কুরআনের মাহফিলের জন্য। হায়রে! আওয়ামি লীগ! অথাৎ নিজেদেরকে বাঁচানোর জন্যে ধর্মনিরপেক্ষের নামে সমাজ ও রাষ্ট্রীয় ভাবে হিন্দুজম জীবন বিধান মেনে নিয়ে তা চর্চা শুরু করেছে।মুলত এটাই কি আওয়ামীলীগের রাজনীতি? তা হলে কোন মুসলমান কি আওয়ামীলীগার হতে পারে বা আওয়ামীলীগ করতে পারে? ভেবে দেখার সময় কি হয়নি এখনো হয়নি? আল্লাহ বলেনঃ-مَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَـٰمِ دِينً۬ا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِى ٱلۡأَخِرَةِ مِنَ ٱلۡخَـٰسِرِينَ

যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান অনুসন্ধান করে তবে তার থেকে সে(উদ্ভাবিত)ব্যবস্থা

কখনো গ্রহণ করা হবে না, পরকালে সে চরম ব্যর্থ হবে(আল ইম্রান-৮৫)। আসলে আওয়ামীলীগ অসম্প্রদাইক বা ধর্মনিরপেক্ষ দল,তাই তারা অসম্প্রদাইক বা ধর্মনিরপেক্ষ জগাখিচুরি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং সেই দিকেই তারা মানুষকে ডাকে। অবশ্যই কোন নবী ও রাসুল অসম্প্রদাইক বা ধর্মনিরপেক্ষ ছিলেন না বরং ধর্মের পক্ষে ছিলেন, তাঁহারা সবাই সেই দিকেই ডাকতেন। আল্লাহ বলেনঃ-وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ [٤١:٣٣]

যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম বা আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? (সুরা ফুসিলাত-৩৩) আর আল্লাহ এবং ধর্মকে বাদ দিয়ে যারা অন্য দিকে তারাই পরকালে ব্যথ বা জাহান্নামী হবে ।আল্লাহ বলেনঃ-

وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ [٣:٨٥]

যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত। (সুরা আল ইম্রান-৮৫)আওয়ামীলীগ বলে আমি বা আমরা বাঙ্গালী ,তাই তারা জাতিরপিতা হিসাবে মজিবুর রমানকে নির্দিষ্টও করেছেন।আর মুসলমানদের জাতিরপিতা কে ?তা ও আল্লাহ বলেন مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِي هَٰذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ۚ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ ۖ فَنِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ তোমরা তোমাদের জাতিরপিতা ইব্রাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলির জন্যে। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মালিক। অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।(সুরা হাজ্জ-৭৮) ইমানদারদের কথা ও কাজ কি হবে তা আল্লাহ বলেন إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ [٢٤:٥١]

মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই সফলকাম। (সুরা নুর-৫১) আর আওয়ামীলীগ বা অমুসলিমরা আল্লাহ ও রাসুলদের তয়াক্কা না করে মানব রচিত ধ্যান ধারনা দিয়ে নিজে এবং অন্যকে চালানোর পথ তালাশ করে তাই আল্লাহ বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। (সুরা আহজাব-৩৬) মজিবুর রাহমান ও জিয়াউর রাহমান গং ইমানের আলো পেয়েও আল্লাহর অবাধ্য হয়ে ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী গ্রহন করেছে।আল্লাহ বলেন كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ [٣:٨٦]

যারা ঈমান আনার পর এবং রসূলকে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়েছে। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। (সুরা ইমরান-৮৬)সেই সমস্ত লোকের শাস্তি কি হবে আল্লাহ বলেনঃ-

এই সমস্ত লোকের শাস্তি কি আল্লাহ বলেনأُولَٰئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ [٣:٨٧]

এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত।

خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ [٣:٨٨]

সর্বক্ষণই তারা তাতে থাকবে। তাদের আযাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না।(সুরা ইমরান-৮৭-৮৮) অতএব আবার লক্ষ্য করুন যারা আওয়ামীলীগ বা বাম দল করে তারা কি মুসলমান ? আর নিজেকে মুসলিম বলে দাবী করলে কি আওয়ামীলীগ করতে পারে? আল্লাহ্‌র নবী (স)বলেছেনঃ-স্রস্টার অবাধ্য হয়ে সৃস্টির আনুগত্য নয়(বুখারি)।আওয়ামীলীগ যে অন্যায় অত্যাচার পাপাচার বিস্তার করবে তা তার আমল নামায় লিখা হবে এবং শাস্তি ভোগ করতে হবে ।আল্লাহ বলেনঃ-وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰ‌ۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٲنِ‌ۚ وَٱتَّقُواْ ٱللَّهَ‌ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِসৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সহযোগিতা কর গুনাহ ও সীমালংগনমুলক কাজে সহযোগিতা করো না ।আল্লাহ্‌কে ভয় করো ,কেননা আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন (সুরা মায়দা-২)। অতএব অবশ্যই কোন মুসলমান আওয়ামীলীগ করতে পারে না । তবে আল্লাহ বলেনمَن كَانَ يُرِيدُ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَہَا نُوَفِّ إِلَيۡہِمۡ أَعۡمَـٰلَهُمۡ فِيہَا وَهُمۡ فِيہَا لَا يُبۡخَسُونَ "যে ব্যক্তি পার্থিবজীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না।"---সূরা হুদ, আয়াত- ১৫ আল্লাহ আমাদেরকে সৎপথে থাকার সুমতি দান করুক।

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359365
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : মুখে যারা আল্লাহ রসুল মানার কথা বলে,কিন্তু কাজে করে তাই যা আল্লাহ ও রসুল নিষেধ করেছেন;তারা মুনাফেক৷ মুনাফেক কাফের অপেক্ষা ভয়ংকর৷ ধন্যবাদ৷ আরও লিখুন৷
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫০
297981
জিসান এন হক লিখেছেন : জাজাকালল্লাহু খায়রা।
359369
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৩৬
বাকপ্রবাস লিখেছেন : আওয়ামিলীগকে আমার মুসলমান মনে হয়না, শেখের পোলার সাথে সহমত, তারা মোনাফেক। একজন প্রকৃত হিন্দু তার চাইতে অনেক ভালো, অন্তত গোজামিল নেই।
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫১
297982
জিসান এন হক লিখেছেন : খুব ভাল লাগল।
359372
১৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে কেউ ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামকে গুলিয়ে ফেলবে,ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে অন্য ধর্মকে প্রাধান্য দিবে, সে যে দলেরি হোক না কেন, তখন ইসলামের গণ্ডির বাহিরে চলে যায়, এবং সে অনুযায়ী তার প্রতিফল সে পাবে।

আওয়ামীলীগ করতে আমি কোন সমস্যা দেখিনা যদি তাদের গঠনতন্ত্র ইসলামী মূলনীতিকে ভিত্তি করে হয়।
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০১
297983
জিসান এন হক লিখেছেন : অবশ্যই সে অনুযায়ী তার প্রতিফল সে পাবে।তবে রাস্তর বাম দিক দিয়ে হাটলে যেমন ডান দিকে হাটা হলো না তেমনই আওয়ামীলীগ করলেও ইসলামী মূলনীতিকে ভিত্তি করে জীবন গড়া যায় না।
359377
১৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪০
হতভাগা লিখেছেন : হিন্দুদের দেশ ভারতকে তুষ্ট করেই ক্ষমতায় থাকতে হবে বিধায় হিন্দুদের মন জয় করার জন্য সরকার সম্ভাব্য সব কিছুই করবে।
359397
১৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৯
জিসান এন হক লিখেছেন : তাতে করে আস্তে আস্তে তার বাপের ঘরে ফিরছে বৈকি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File