আর একটু পথ গেলে মিলবে আওয়ামী মুক্ত বাংলাদেশ পর্ব -২

লিখেছেন লিখেছেন জিসান এন হক ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২১:২৪ রাত

বুধবার ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক সভায় একথা বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।  টকশোতে যারা সরকারের বিরোধিতা করেন তাদেরকে আওয়ামীলীগের টপ টু বটম টকমারানী হিসাবে গণ্য করেন। প্রধানমন্ত্রী যেখানে দুদিন আগেও টক শো ওয়ালাদের শাসালেন সেখানে ইনু বলেন, মিডিয়া এখন সকল সময়ের চেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে। অথচ দেশের মানুষ দেখেছে কীভাবে এই ইনুরা দেশের ভিন্ন মতালম্বী মিডিয়াকে সরাসরি গলা কেটে হত্যা করেছে। বাকিদের অন্ডকোষ কেটে খাসি,বলদ ও খোজা বানিয়ে রেখেছে। তারপরেও কি বলবেন এই ইনুদের লজ্জা বলে কিছু অবশিষ্ট আছে? তাই ইনশা আল্লাহ সময়ের ব্যাপার মাত্র আর একটু পথ গেলে মিলবে আওয়ামী মুক্ত বাংলাদেশ।আল্লাহ বলেনঃ- বস্তুত আল্লাহ্ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহ্কে ভয় করতে থাক, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশ্তা পাঠাবেন। অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের ওপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার ওপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন।(আল ইমরান- ১২২-১২৫) বাতিলের সকল চক্রান্ত,ষড়যন্ত্র আল্লাহ তায়ালা রুখে দিবেন। আল্লাহ বলেন- তাদের পূর্বে যারা ছিল, তারা চক্রান্ত করেছে। আর সকল চক্রান্ত তো আল্লাহই হাতেই আছে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করে। কাফেররা জেনে নেবে যে, পর জীবনের আবাসস্থল কাদের জন্য রয়েছে। (সূরা রাদ-৪২) কুরআনে অন্যত্র বলা হয়েছে- “নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ্ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর ওপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের ওপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না। (সূরা নাহল ২৬)কুরআনে অন্যত্র বলা হয়েছে- “নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ্ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর ওপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের ওপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না। (সূরা নাহল ২৬) 

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305278
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪২
শেখের পোলা লিখেছেন : বদরী সাহাবী সেনা আর বাংলা দেশের মুসলীম সেনা এক নয়৷ ওহোদ যুদ্ধে কমাণ্ডারে অবাধ্য হবার পরিনাম ছিল হার৷ তাছিল আল্লাহর শাস্তি৷ আমাদেরও শাস্তি চলছে৷ আসুন তওবা করি৷
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১৪
247076
জিসান এন হক লিখেছেন : হ্যা সর্ব অবস্থায়ই তওবা করা মুসলমানের করণীয় কাজ ।আল্লাহ বলেনঃ-যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُفَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُفَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। তাই আমি তওবা করছি ,তবে যে আল্লাহ বদর বা তখন ছিল এখনও সে আল্লাহই আছে।
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১৪
247077
জিসান এন হক লিখেছেন : হ্যা সর্ব অবস্থায়ই তওবা করা মুসলমানের করণীয় কাজ ।আল্লাহ বলেনঃ-যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُفَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُفَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। তাই আমি তওবা করছি ,তবে যে আল্লাহ বদর বা তখন ছিল এখনও সে আল্লাহই আছে।
305286
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৪
হতভাগা লিখেছেন : পাগলের সুখ মনে মনে - পার্ট ২
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:২০
247078
জিসান এন হক লিখেছেন : রাসুলগন এবং তাঁহাদের অনুসারিগন কখনই পাগল ছিল না কিন্ত কাফের নাস্তিকরা তাহাঁদেরকে পাগল বলত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File