এক ঢিলে দুই পাখি মারা ।

লিখেছেন লিখেছেন জিসান এন হক ২৮ আগস্ট, ২০১৪, ০৭:১২:৩৩ সন্ধ্যা



বর্তমান অবৈধ সরকারের আমলে দেশের মানুষ আর নিরাপদ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মতাসীনদের হিংসাত্মক কার্যকলাপের কারণে বৃদ্ধি পাওয়া অপহরণ আর লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দেশের আপামর জনসাধারণ সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে।  ফারুকীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। মুরাদপুর মোড় এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী ও তার অনুসারিরা এ বিক্ষোভ করে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ফারুকীর অনুসারিরা সড়কে অবস্থান করেন। এ সময় অর্ধশতাধিক টায়ারে আগুন ও সড়কে প্রতিবন্ধক ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।কই ? এখন পুলিশের বাঁধা নেই ,নেই তাদের বিরুদ্দে আওয়ামীলীগের কোন তৎপরতা ।

মাজার পূজারী ফারুক্বীকে পরিকল্পিতভাবে হত্যা করে মূলত এক ঢিলে ২ পাখি মারা হলো! একটি জাতীয় ও আরেকটি আন্তর্জাতিক!

জাতীয়ঃ আপাতত মাজারপূজারীদের উস্কানী দিয়ে মাঠে নামিয়ে সরকারবিরোধী আন্দোলন থেকে জনগনের দৃষ্টি আপাতত অন্যদিকে ফেরানো যাবে।

আন্তর্জাতিকঃ জামায়াত ও হেফাজতের উপর এর দায় চাপিয়ে মাজার পূজারীদের দিয়ে হামলা-মামলার মাধ্যমে উস্কানীমূলক পরিবেশ সৃষ্টি করে উভয় পক্ষ কে মাঠে নামিয়ে পুলিশ-বিজিবি দিয়ে দাঙ্গা নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক মহলে আওয়ামীলীগ সরকারের সুনাম অর্জন!

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259239
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
আবু সাইফ লিখেছেন : আপনার কথায় চিন্তার খোরাক আছে Thinking Waiting
২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
203052
জিসান এন হক লিখেছেন : ধন্যবাদ
259240
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
ইয়াফি লিখেছেন : বিচিত্র এইদেশ! প্রকৃত বিরোধীদলের আগেই সরকারীদলের হরতালের ডাক, গাড়ী-ভাংচুর, অবরোধ!
২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:১৮
203055
জিসান এন হক লিখেছেন : ঠিক বলেছেন।
259246
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
মোঃ আবু তাহের লিখেছেন : আওয়ামীলীগ পারে না এমন কিছু নেই।
259247
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন।
259257
২৮ আগস্ট ২০১৪ রাত ০৯:০২
মনসুর আহামেদ লিখেছেন : জাতীয়ঃ আপাতত মাজারপূজারীদের উস্কানী দিয়ে মাঠে নামিয়ে সরকারবিরোধী আন্দোলন থেকে জনগনের দৃষ্টি আপাতত অন্যদিকে ফেরানো যাবে। একমত।
259297
২৮ আগস্ট ২০১৪ রাত ১১:২১
সবুজেরসিড়ি লিখেছেন : আমারও তাই মনে হয় এটা একটা আওয়ামীলিগের কুটিল চাল তারা যখনই দেখে সময় ক্রমশ তাদের পতিকুলে যাচ্ছে তখন ঠিক একটা নাটক সামনে নিয়ে আসে . . ..
259365
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৬
কাহাফ লিখেছেন : যথার্থ বিষয়ে মনযোগের চেষ্টা ভাই, অনেক ধন্যবাদ .......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File