অস্থির ঢাকা মতিঝিল শাপলা চত্ত্বর।
লিখেছেন লিখেছেন জিসান এন হক ০৬ মে, ২০১৩, ১০:০৯:০৫ সকাল
গতকাল রাতের নৃশংস গণহত্যায় আহত প্রায় ২৫০০০(পচিশ হাজার)
নিহতের সংখ্যা এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ২৫০০(দুই হাজার পাঁচশত ) জন
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সব লাশই গুম করে ফেলা হয়েছে
একুশে টিভির ক্যামরোম্যান এইমাত্র বললেন ৫ ট্রাক লাশ যেতে তিনি নিজের চোখে দেখেছেন,,,,,,,,,,,এসময় ভিডিও করার কারনে তাকে ও তার সহকর্মীকে মারধর করে একুশে টেলিভিমনের ক্যামেরা ভাঙচুর করেছে র্যাব..
রবিবার হেফাজতের অবরোধের সময় ঢাকা অস্থির হয়ে পড়ে। সন্ধ্যায় এলজিআরডি মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ঘোষণা দেন হেফাজতকে মতিঝিল ছাড়ার জন্য, নাহলে যেকোন ব্যাবস্থা সরকার করবে বলেও জানান মন্ত্রী
হেফাজতের এক কেন্দ্রীয় নেতা বলেন- ''রবিবার রাতে বাংলাদেশের ইতিহাসে আরো একটি গণহত্যা চালানো হয়েছে। এরাতে বিদ্যুত আর বিভিন্ন মিডিয়া বন্ধ করে দিয়ে সরকারের যৌথ বাহিনী ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে। এতে অন্তত আমাদের ৪শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। যৌথ বাহিনী '৫২ আর '৭১ এর মতো লাশ গুম করা শুরু করেছে। তবে বিজয় ঘনিয়ে আসছে।'
বিষয়: বিবিধ
৩৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন