গতকালের শাম্মী আক্তারের সেই কবিতা.........সেরাম সুন্দর......।

লিখেছেন লিখেছেন কাকা ২০ জুন, ২০১৩, ০৪:৫০:৪৪ বিকাল



আওয়ামী লীগকে উদ্দেশ্য করে শাম্মী বলেন, ‘গলি গলি মে শোর হ্যায়, আওয়ামী লীগ চোর হ্যায়।’

তার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সংসদ সদস্যদের মুখে এমন ভাষা মানায় না বলে অনেকে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করেছেন। অনেকে এটিক নিষিদ্ধ গলির ভাষা বলে মন্তব্য করে সংসদের মতো জায়গায় মানায় বলে মন্তব্য করেছেন।

সেই হেলার হাফিজের কবিতাটি তুলে দেয়া হলো;

ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠগাইবেন মানুষ

ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ।

গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময়

আলামত দেখতাছি মানুষের অইবোই জয়।

কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই

আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই,

নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে

বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’

টিকেট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়ে যখন যা খুশি যারা কন

কোনো দিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন

কী কী চায়, কতোখানি চায়

কয়দিন খায় আর কয়বেলা না খায়া কাটায়।

রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,

আমিও গ্রামের পোলা চুত্মারানি গাইল দিতে জানি।

বিষয়: বিবিধ

১৭৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File