গ্রাহকদের আইপি অ্যাড্রেস ফাঁস করছে স্কাইপ
লিখেছেন লিখেছেন এমরান ইবনে আলী ০৪ এপ্রিল, ২০১৩, ০১:৩২:১৬ রাত
২০১১ সালে বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নেয় স্কাইপকে। সম্প্রতি অনলাইন কলসেবা স্কাইপ তার গ্রাহকদের আইপি অ্যাড্রেস বা ঠিকানা ফাঁস করার তথ্য প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে স্কাইপ গ্রাহকেরা সহজেই হ্যাকারদের ল্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছেন। স্কাইপ রিজলভার নামক স্কাইপের একটি অনলাইন সার্চ সেবার মাধ্যমে যেকোনো গ্রাহকের আইপি অ্যাড্রেস জানা সম্ভব। কোনো ব্যবহারকারীর স্কাইপ অ্যাকাউন্টের নাম জানা থাকলেই আইপি অ্যাড্রেস বের করা যাচ্ছে। এ ধরনের রিজলভার সেবা স্কাইপ প্রোগ্রামের কনফিগারেশন প্যানেলের প্রাইভেসি সেটিংসের কোনো তোয়াক্কা করে না। স্কাইপ রিজলভারের ‘ব্ল্যাকলিস্টিং’ সেবা ব্যবহার করে আইপি অ্যাড্রেস নিরাপদ রাখা যায় বলে জানিয়েছেন, ব্রেন্ডন লিভিনি নামক একজন নিরাপত্তা গবেষক। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টের নাম না জানা থাকলেও স্কাইপ রিজলভার ব্যবহার করে অ্যাকাউন্টের নাম ও আইপি অ্যাড্রেস পাওয়া যায়।
সুত্রঃ ডেইলি সিলেট ডটকম
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন