আপনার ফেসবুক,ইমেইল একাউন্ট কিভাবে হ্যাকাররা হ্যাক করে থাকে জেনে নিন।

লিখেছেন লিখেছেন ফয়সাল সরকার ০৫ মে, ২০১৩, ১২:৫৫:৩৩ রাত



আসসালামুলাইকুম……।।

বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।ভাল থাকেন এই কামনাই করি।বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে

আপনার ফেসবুক একাউন্ট এবং ইমেইল অথবা আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হ্যাক করে থাকে।

আমরা অনেকেই আছি যারা ইমেইল একাউন্ট হ্যাক হওয়ার শিকার হয়েছি অথবা ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে।এটা হওয়ার কিছু কারণ থাকে। সবথেকে প্রধান কারণ হচ্ছে কারো মধ্যমে আপনার একাউন্ট হ্যাক হওয়া। আমি আপনাদের হ্যাকাররা আপনার একাউন্টের পাসওয়ার্ড কি কি মধ্যমে আপানার কাছথেকে নিয়ে নেয়। কি কি সফটওয়্যার তারা সাধারনত ব্যবহার করে।

আপনার পাসওয়ার্ড কিভাবে হ্যাকাররা পেয়ে থাকে?

১. Phishing pages

হ্যাকাররা সাধারণ কিছু টেকনিক ব্যবহার করে থাকে। সব থেকে জনপ্রিয় হচ্ছে phishing pages । যারা জানেন না তাদেরকে phishing pages সম্পর্কে কিছু বলে নেই। এই phishing pages দেখতে হুবহু জিমেইল বা ফেসবুক লগইন পেজ এর মতো। হ্যাকাররা সাধারণত আপনার ফেসবুকে মেসেজ পাঠাবে যেমন – “This person has posted your bad picture on Facebook, click here to check your photo” এবং আপনি যখন ওই মেসেজ এ ক্লিক করবেন তখন আপনাকে লগিং পেজ এ নিয়ে যাবে আপনি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার দিবেন বেস আপনার পাসওয়ার্ড ও ইমেইল হ্যাকারের কাছে চলে যাবে। তাই বন্ধুরা এইসব পেজ ডুকার আগে একটু ভেবে ঢুকবেন যাতে পড়ে বিপদে না পরেন।এবং যদি কোন নতুন লিঙ্ক ফেসবুক এ আসে তাহলে অনেক চিন্তা করে লাইক দিবেন।তা না হলে কিন্তু আপনি যেকোন সময় হ্যাকার এর হাতে পরতে পারেন। তাই বন্ধুরা সাবধান।

২. Key logger

এটা সাধারণ সফটওয়্যার এর সাহায্যে আপনার ইমেইল একাউন্ট এর পাসওয়ার্ড হ্যাক করে থাকে। একজন হ্যাকার যেকোনো ভাবে আপনার পিসিতে এই সফটওয়্যার টি সেটাপ দিয়ে দেয় যা আপনার অজান্তে হয়ে থাকে। এই সফটওয়্যার হ্যাকার এর ইমেলে সব সেন্ড করতে থাকে।বন্ধুরা ইমাইল ব্যবহার করার সময় সবসম্য সতর্ক থাকুন।

৩. RAT

RAT মানে হচ্ছে Remote Administration Tool.আরো বিস্তারিত পরতে এখানে ক্লিক করুন।

বন্ধুরা আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। eratunes

বন্ধুরা যদি এই টিউনটি ভাল লেগে থাকে তাহলে আমাদের এই পেইজ Click this linkএ লাইক দিতে ভুলবেন না।

সকল ব্লগার ভাইদের কে এই ব্লগ এ পোষ্ট করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।Click this link

বিষয়: বিবিধ

২৪১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File