আসুন জানি কম্পিউটার এর কিছু সমস্যা এবং তার কিছু সম্ভাব্য সমাধান।
লিখেছেন লিখেছেন ফয়সাল সরকার ০৮ এপ্রিল, ২০১৩, ০১:৫৩:৩১ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহিম।বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।ভাল থাকেন এই কামনাই করি।
অনেক সময় ছোট ছোট কিছু সমস্যা বড় আকার ধারন করে এবং সেটা আমাদের অজান্তে’ই।
এমন সমস্যা হয়তো আপনাদেরও থাকতে পারে কিন্তু না’জানা থাকার কারনে কিভাবে কি’করবেন কিছু বুঝে উঠতে পারছেন’না।তো আসুন…তাকে দেয়া উত্তরের মাধ্যমে সমস্যাটির ধরন, কারন ও ব্যাখ্যা‘সহ করনীয় আলোচনা করি।
সমস্যাঃ
❶ কম্পিউটার কাজ করা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
❷ কম্পিউটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তারপর পাওয়ার বাটন চাপ দিলে কম্পিউটার স্বাভাবিক ভাবে অন হয়।
❸ বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে ২০/৩০মিনিট পর কম্পিউটার এর পাওয়ার বাটন চাপ দিলে… …কম্পিউটার স্বাভাবিক ভাবে অন হয়।
❹ বিপ রিং‘সহ প্রসেসরের একটি মেসেজ দেয়। (ক্ষেত্রবিশেষে ম্যাসেজ না’ও আসতে পারে।)
❺ টাস্ক ম্যানেজারে প্রসেসর useage এর মান অনেক বেশী.. maybe full দেখাতে পারে।
ফলাফলঃ
✖ আপনার কম্পিউটারের প্রসেসর অত্যাধিক হিট বা গরম হয়ে যাচ্ছে।
✖ এভাবে চালাতে থাকলে খুব দ্রুত আপনার প্রসেসর নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে।
ব্যাখ্যা’সহ করণীয়ঃ
✔ প্রসেসরের তাপমাত্রা (টেম্পারেচার) কমাতে হবে।
✔ কম্পিউটার চালুর সময়ে কিবোর্ড থেকে F2 চেপে নিদৃষ্ট ট্যাবে হার্ডওয়্যার কনফিগারেশনে যান।
ওখানে আপনি আপনার প্রসেসরের তাপমাত্রা ও কুলিং ফ্যানের স্পিড (RPM) ঠিক আছে কি’না চেক করুন।
প্রয়জনে মাদারবোর্ডের ম্যানুয়ালের সাহায্য নিন। কোন অসামাঞ্জস্য পেলে…
✔ মাদারবোর্ডে প্রসেসরের উপর হিটসিঙ্কে লাগানো কুলিং ফ্যানটি ঠিকমতো চলছে কি’না দেখুন।
✔ আপনি কখনো ওটা মাদারবোর্ড থেকে খুলে ধুলো পরিষ্কার করে থাকলে.. এরপর ঠিকমতো লাগিয়েছেন কি’না নিশ্চিত হোন।
✔ প্রসেসর ও হিট সিংকের মাঝে কোন ধরনের ফাঁক থাকলে প্রসেসরের তাপমাত্রা পুরোপুরি হিটসিঙ্কে যেতে পারেনা। ফলে, প্রসেসর দ্রুত গরম হয়ে কাজ বন্ধ করে দেয়।
ফ্যান’সহ হিটসিঙ্কটি মাদারবোর্ডের সাথে ঠেসে লাগানো কি’না দেখুন।
✔ হিটসিঙ্ক এবং কুলিং ফ্যানের উপরে যথেষ্ট পরিমান ধুলো জমে। অতিরিক্ত ধুলোর কারনে কুলিং ফ্যান ও হিটসিংক তাদের কাজ করতে পারেনা। ফলে প্রসেসর মাত্রাতিরিক্ত গরম (হিট) হয়ে ..বন্ধ হয়ে যায়।
✔ নিয়মিত (বছরে অন্তত একবার) পুরো কম্পিউটার খুলে ধুলোবালি পরিষ্কার করলে এ’ধরনের সমস্যা থেকে দূরে থাকা যায়।
আপনার ক্ষেত্রে এমন হলে প্রয়জনীয় ব্যাবস্থা নিন। নিজে না’পারলে অভিজ্ঞ কাউকে দিয়ে করান।
✔ প্রসেসর ও হিটসিঙ্কের মাঝে যেন কোন ফাঁক না’থাকে এজন্য বিশেষ এক’ধরনের থার্মাল কম্পাউন্ড লাগানো থাকে।
অনেক সময় সেটা কম হলে বা গলে গেলে প্রসেসর অতিরিক্ত হিট হবার সম্ভবনা থাকে।
✔ যদি তেমন হয় তবে, আলাদা থার্মাল কম্পাউন্ড কিনে লাগাতে পারেন। দাম তেমন নয়।
তবে না’জানলে নিজে নিজে করতে যাবেন’না। হিতে বিপরীত হতে পারে।
✔ চাইলে কেসিং খুলে মুক্ত বাতাস চলাচল করতে দিতে পারেন। এতে প্রসেসরের টেম্পারেচার মাত্রার মধ্যে থাকবে।
✔ এতকিছুর পরেও সমস্যা না’গেলে অতিরিক্ত কুলিং ফ্যান লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রনে আনুন।
ধন্যবাদ আপনাকে- এত সময় দিয়ে আমার লেখাটি পড়বার জন্য। আশাকরি, এর মাধ্যমে আপনি আপনার সমস্যাটির সমাধান পাবেন। অন্যথায় নিকটস্থ পরিচিত সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে পারেন।
তবে কোন ওয়ারেন্টি থাকলে সেটির সদ্ব্যাবহার করতে ভুলবেন’না।
বন্ধুরা ছবি সহ বিস্তারিত পরতে ক্লিক করুন eratunes
বন্ধুরা যদি এই টিউন টি ভাল লেগে থাকে তাহলে আমাদের eratunesএ একটা লাইক দিবেন।
সকল ব্লগার ভাইদের কে এই ব্লগ এeratunes পোষ্ট করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন