নরেন্দ্র মোদীর বক্তব্য এবং আমার মতামত
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১১:০১ সকাল
গতকাল পত্রিকায় দেখলাম ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে , আগামীতে তিনি ক্ষমতায় আসলে ভারত থেকে সকল অবৈধ বাংলাদেশীদের তাড়িয়ে দিবেন I এ নিয়ে ফেসবুকে অনেকের ভিন্নধর্মী মন্তব্য দেখছি I তবে ব্যাক্তিগত ভাবে আমি এটাকে সমর্থন করি কারণ , মোদী যেটা বলেছে তিনি তার দেশের আইন অনুযায়ী বলেছে I কোনো দেশেই অবৈধ ভাবে কারো বসবাসের সুযোগ নেই I মালয়েশিয়া , সিঙ্গাপুর , সৌদি আরব , আবুধাবি , কাতার , ফ্রাঞ্চ ,ইউরোপ ,আমেরিকা , লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশ গুলো অবৈধভাবে বসবাস কারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে I আমরা কেন স্বাধীন দেশ হয়ে ভারতের মাটিতে শরণার্থীর মত আস্রয় নিয়ে থাকব ? আমরা তো ভারত থেকে লুটে পুটে খাইনা , তাদের থেকে ভিক্ষা নিয়ে চলি না ! বরং তারা আমাদের গ্রাস করে খাচ্ছে I আমাদের ট্রানজিট , করিডোর , বিদ্যুত খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ফাকি দিয়ে নিয়ে যাচ্ছে I যখন বাংলাদেশীদের তাড়িয়ে দেবার মত এই ধরনের একটি কথা ভারতের হবু প্রধানমন্ত্রী বলতে পারেন , তখন বাংলাদেশ সরকারের বলা উচিত, এই দেশে ভারতের অধিপত্য চলবে না , বিনা শুল্কে ট্রানজিট করিডোর দেয়া হবেনা ! কুইক রেন্টালের নামে মরণ ফাদ চালু করতে দেয়া হবেনা ! সীমান্তে একটি গুলি চালালে তার জবাব ০৭ টি গুলি দিয়ে দেয়া হবে I বাংলাদেশে'র'এর অধিপত্য চলবে না ইত্যাদি ইত্যাদি I কিন্তু না ! আমাদের দেশের প্রতিটি সরকার ভারতের কাছে অসহায় I আমাদের হাত পা যেন রশি দিয়ে বাধা ! কন্ঠনালী যেন মরিচিকা পড়ে বন্ধ হয়ে গিয়েছে ! আর কত নির্যাতিত হব ভারতের কাছে ? অনেকেই হয়ত বলতে পারেন , নরেন্দ্র মোদির এ ধরনের কথা বলা উচিত হয়নি , তারা তো আমাদের দেশের মানুষের প্রতি সহানুভুতি দেখাতে পারে ! কিন্তু ভাই , সহানুভুতি কি আমরা দেখিয়েছিলাম ? যখন মিয়ানমারে হাজার হাজার মুসলমান জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল ? তখন তো ওই মানুষ গুলো এই পৃথিবীতে বেচে থাকার জন্য বাংলাদেশে আশ্রয় নিতে চেয়েছিল ! আমরা ইচ্ছে করেই তাদের তাড়িয়ে দিয়ে আগুনে নিক্ষেপ করেছি ! এই ভারতের কথা মতই সেদিন মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়া হয়েছিল I আর আজকে সেই বাংলাদেশের মানুষ সময়ের কালক্ষেপনে ভারত থেকে বিতারিত হতে যাচ্ছে ! এই নরেন্দ্র মোদী যদি সকল অবৈধ বাংলাদেশীদের জীবন্ত আগুনেও পুড়িয়ে হত্যা করে , তাহলেও এদেশের ক্ষমতা লোভীদের কাছে সেটা কোনো অন্যায় নয় ! ক্ষমতার আশায় এদেশের রাজনৈতিক নেতারা হাসিমুখে সেই পোড়া লাশগুলো সমুদ্রে নিক্ষেপ করতেও দ্বিধাবোধ করবে না !
তথ্যসূত্র: এখানে দেখুন
বিষয়: রাজনীতি
১৭৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন