নঈম সিদ্দীকির দুটি বই "(১) মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সাঃ), (২) চরিত্র গঠনের মৌলিক উপাদান" এর ডাউনলোড লিংক
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৩ এপ্রিল, ২০১৪, ০৬:৩১:০৩ সকাল
১) বই: মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সাঃ)
কিছু কথা:
এই বইখানা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গবেষক ও চিন্তাবিদ নঈম সিদ্দীকির মুহসিনে ইনসানিয়াত গ্রন্থের অনুবাদ। এর ইংরেজী অনুবাদের নাম Human Benefactor. এটি চিরাচরিত পন্থায় রচিত রাসূল সাঃ এর কোন জীবনী গ্রন্থ নয়, এখানে মূলত রাসূল সাঃ যে অনুপম সমাজবিপ্লব সংঘটিত করেছিলেন এবং সুনিপুন কাড়িগরের মত যে অনন্য মানবদল ও মানবসমাজ নির্মাণ করেছিলেন সেই কাজের এক অপূর্ব বিশ্লেষণধর্মী শিক্ষণীয় চিত্র তুলে ধরা হয়েছে। বইটি একাধারে রাসূল সাঃ এর সীরাত ও ইসলামী সমাজবিপ্লবের প্রতিবেদন।
ডাউনলোড লিংক:
১) http://goo.gl/CxOLN2 (google drive link)
২) http://document.li/YFI4/ (pdf-archive link)
৩) http://goo.gl/oSj62Z (zip file)
২) বই: চরিত্র গঠনের মৌলিক উপাদান
কিছু কথা:
মানুষের তৎপরতা যত বৃদ্ধি পায়, যত অধিক গুরুত্ব অর্জন করে, সেখানে শয়তানের হস্তক্ষেপও ততই ব্যাপকতর হতে থাকে। এদিক দিয়ে বর্তমান যুগ উল্লেখযোগ্য বৈশিষ্টের অধিকারী। এ যুগে একদিকে পাশ্চাত্যের বস্তুবাদী ও স্বার্থপূজারী সভ্যতা আমাদের জাতির নৈতিক পতনকে চরম পর্যায়ে উপনীত করেছে, অন্যদিকে চলছে সমাজতন্ত্রের নাস্তিক্যবাদী চিন্তার হামলা। এ হামলা আমাদের জাতির মৌলিক ঈমান-আকীদার মধ্যে সন্দেহ-সংশয় সৃষ্টি করেছে। এর ফলে ইসলামের সাথে জাতির গভীর প্রেম-প্রীতিময় সম্পর্কের ভিত্তি নড়ে উঠেছে। বিপর্যয় ও অনিষ্টকারিতার ‘সিপাহসালার’ শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল হুবহু তারই চিত্র যেন আজ ফুটে উঠেছে। শয়তান বলেছিলঃ আমি (হামলা করার জন্য) এদের (মানব জাতির ) সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো।(সুরা আরাফ-১৭)
এ অবস্থায় আমাদের অনেক কল্যাণকামী বন্ধূ দুনিয়ার ঝামেলা থেকে সরে এসে সংসারের একান্তে বসে কেবল নিজের মুসলমানিত্বটুকু বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাবার উপদেশ দান করে থাকেন। অবশ্য এ অবস্থার মধ্যে অবস্থান করা মামুলী ব্যাপার নয়। সাধারণ অবস্থায় প্রত্যেক সৎ ব্যক্তি নৈতিকতার আদর্শকে কায়েম রাখে। কিন্তু নৈতিক উচ্ছৃঙ্খলার প্রবল বাত্যা পরিবেষ্টিত হয়ে উন্নত নৈতিক বৃত্তির উপর প্রতিষ্ঠিত থাকা চাট্টিখানি কথা নয়। কিন্তু কিছু সংখ্যক লোক যদি মহামারি আক্রান্ত এলাকা থেকে দুরে অবস্থান করে নিজেদের স্বাস্থ্যোন্নতির কাজে ব্যাপৃত থাকে এবং নিশ্চিন্তে মহামারিকে নৈতিক মৃত্যুর বিভীষিকা চালিয়ে যাবার ব্যাপক অনুমতি দান করে, তাহলে আমাদের মতে এর চাইতে বড় স্বার্থপরতা আর হতে পারে না।
ডাউনলোড লিংক:
১) http://goo.gl/Ogc5xu (google drive link)
২) http://document.li/l2E3/ (pdf-archive link)
৩) http://goo.gl/GmDXXW (zip file)
বিষয়: বিবিধ
৩৮৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সাঃ)
http://document.li/YFI4/
চরিত্র গঠনের মৌলিক উপাদান
http://document.li/l2E3
মন্তব্য করতে লগইন করুন