শুক্রবার সুপারমুন॥ আবার কি ডুববে জাহাজ? কি এই সুপারমুন?

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ২৯ জানুয়ারি, ২০১৪, ১০:৫৭:১১ রাত



অমাবস্যায় সুপারমুন। মানে যে চাঁদকে রাতের আকাশে আমরা দেখি, তাকেই দেখা যাবে আরো বড় আকারে । তবে অমাবস্যার কারণেই খালি চোখে দেখা যাবে না এই দৃশ্য। গ্রহ-নত্র যাঁরা নিয়মিত পর্যবেক্ষণ করেন,তাঁরাই ৩১ তারিখ রাতের আকাশে দেখতে পাবেন এই বিরল মহাজাগতিক দৃশ্য। চাঁদ পৃথিবীর আরও কাছে এলে ঘটতে পারে কি কোনো প্রাকৃতিক দুর্যোগ? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

সালটা ২০১১। ইংলন্ডের সোলেন্ট সাগরে হঠাত্ই ডুবে গেল পাঁচটি জাহাজ। সেটা কি ছিল নিছকই দুর্ঘটনা? নাকি অন্য কিছু? তথ্যপ্রমাণ দেয়নি কেউই। তবে সেই রাতে পৃথিবী আর চাঁদের মধ্যেকার দূরত্ব কমে দাঁড়িয়েছিল ৩ লাখ ৫৬ হাজার ৭৭০ কিলোমিটার। অনুসূর অবস্থানের জন্যেই কমেছিল এই দূরত্ব। বিজ্ঞানীদের একাংশের দাবি, সে কারণেই প্রবল জোয়ারের টানে ওই রাতে ডুবে যায় পাঁচটি জাহাজ। চাঁদ যখন এভাবে পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন সেই চাঁদকে সুপারমুন বলা হয় ইউরোপে। ৩১ জানুয়ারি ফের সুপারমুন। ওই দিন প্রায় পনেরো শতাংশ বড় দেখাবে চাঁদকে।।

অনুসূরের কারণে চাঁদ ও পৃথিবীর দূরত্ব মাঝেমধ্যেই কমে যায়। তাহলে কেন আলাদা করে সুপারমুনের বৈশিষ্ট্য কি? ২০১১ সালের ইংল্যান্ডের সাগরে জাহাজডুবির ঘটনার কথা মনে করে দুর্ঘটনার আশঙ্কা পুরোপুরি খারিজ করে দিচ্ছে না না বিজ্ঞানীরা। এর আগে ২০১৩ সালের ২৩ জুন শেষ সুপারমুন দেখেছিলেন পৃথিবীবাসী। তবে এবার অমাবস্যার কারণে খালি চোখে দেখা যাবে না এই দৃশ্য।

সূত্র : জি নিউজ।

সুপারমুন ২০১৩


বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169921
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:০২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমি দেখার জন্য অপেক্ষা রইলাম-
চুক চুক
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
123631
মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার লিখেছেন : আমাবস্যাতো, দেখবেন কেমনে?
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
123635
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : Yahoo! Fighter
169930
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:২০
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালাই সব কিছুর পরিচালক।

তার ইশারাতেই চলে সকল কিছু।

তিনিই আমাদেরকে রক্ষা করবেন।
169962
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
123883
অজানা পথিক লিখেছেন : তাই নাকি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File