চার সিটি করপোরেশন নির্বাচন ১৮ দল বা ১৪ দল সবারই জিতলেও লাভ হারলেও লাভ!!!!
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ১৫ জুন, ২০১৩, ০২:০৪:০০ দুপুর
আজ যদি বেশির ভাগ সিটি করপরেশনে বিএনপি জেতে, তাহলে তারা বলবে- জনগন বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। আগামি জাতীয় নির্বাচন জয়ের আগাম বার্তায় তারা ডুগডুগি বাজাতে শুরু করবে। আর যদি হারে, তাহলে বলবে- দেখলেনতো এ সরকারের অধীনে কেমন করে কারচুপি হয়! তত্তাবধায়ক ইস্যুটির নিভতে থাকা সলতেয় নতুন করে আগুন লাগায় সাময়িক এই পরাজয়েও তারা মনের সুখে ডুগডুগি বাজাবে।
অন্য দিকে বেশির ভাগ সিটি করপরেশনে যদি আওয়ামীলীগ জেতে, তাহলে তারা বলবে- আমাদের নেতৃত্বে জনগণ ন্যানো প্রযুক্তির যুগেও কেবল ডিজিটাল হতেই আরও ১০ বছর অপেক্ষা করতে রাজী। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আনন্দে চারপাশে ধ্বনিত হবে ডিজিটাল ডুগডুগির ধ্বনি। আর যদি হেরেই বসে, তাহলে বলবে- এরপরও বিশ্বাস করবেন না, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমাদের চেয়ে যোগ্য কেউ নেই? তত্তাবধায়ক ইস্যুর হাত থেকে পরিত্রাণের আনন্দে গণভবন থেকে ধনভবন, আপাত পরাজয় কে ম্লান করে সর্বত্র বাজবে তাদেরও ডুগডুগি ।
আর আমি সাধারণ জনগণ! যাই ঘটুক না কেন, আমাকে ঐ সব অসাধারণদের বেসুরো ডুগডুগি শোনতেই হবে!
"সাধের ক্ষমতা বানাইলো মোরে বৈরাগী
ক্ষমতার আগা খাইলাম,
ডোগা গো খাইলাম
তাই দি বানাইলাম ডুগডুগী ।।
ক্ষমতার এত মধু
জানে গো যাদু, (এত মধু গো)
ক্ষমতা ধরলাম সঙ্গের সংগী ।।
আমি সরকারে গেলাম
বিরোধী গো হইলাম, (সরকারে গেলাম গো)
সঙ্গে নাই মোর বৈষ্ণবী ।।
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন