ম্যাচ ফিক্সিং এর সাখে আসলে কারা জড়িত| বাংলাদেশীরা, পাকিস্থানীরা নাকি ভারতীয়রা?
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৯ জুন, ২০১৩, ০৯:৩১:৩২ রাত
ভারতীয় সিনেমা গুলোতে যখন কোন ক্রিকেট জুয়াড়ি বা এই জাতীয় কোন চরিত্র portray করা হয়, তখন তার নাম হয় সাধারনত আহম্মদ, খালিদ, রশিদ জাতীয় কিছু একটা, যে কিনা জন্মগত ভাবে পাকিস্তানী এবং যার হেডকোয়াটার থাকে করাচী, লাহোর কিংবা দুবাইতে।
যাই হোক, বাস্তব সব সময় সিনেমার চেয়ে কিছুটা ডিফারেন্ট। যেমন, এবার বেরিয়ে এলো যে, ক্রিকেটের স্পট ফিক্সিং ও জুয়া কেলেঙ্কারিতে রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক শিল্পা শেঠি ও স্বামী রাজ কুন্দ্রার ও জড়িত। দুজনের একজনের ও পাকিস্তানী পাসপোর্ট বা নাগরিকত্ব নেই।
অথচ, এখনো ক্রিকেট জুয়ার কথা উঠলে আমরা আঙ্গুল তুলি পাকিস্তানী ক্রিকেটারদের দিকে, আর এই তালিকার নতুন সংযোজন হচ্ছে বাংলাদেশ। সুতরাং, ভবিষ্যতে ভারতীয় সিনেমা গুলোতে যদি দেখানো হয় যে জুয়াড়িদের হেড কোয়ার্টার ঢাকায়, তাহলে অবাক না হওয়াই মঙ্গল।
ক্রিকেট যদি জুয়ার খেলা হয়, তাহলে ভারত সেটার রাজধানী !!!
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন