শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ১৩ মে, ২০১৩, ১০:২৬:২৭ রাত



সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসায় বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয়

হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।আগামী মঙ্গলবার বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড় মহাসেন মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যেতে পারে বলে মার্কিন টাইফুন সতর্কতা কেন্দ্র আশংকা প্রকাশ করেছে। এ সময় বাতাসের বেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এরইমধ্যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনার জন্য বিকেলে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াজেদ সমন্বিত প্রস্তুতি প্রসঙ্গে সবাইকে অবহিত করে বলেন, চার নম্বর সংকেত ঘোষণার পর সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলার জন্য স্থায়ী নির্দেশাবলী অনুযায়ী কার্যক্রম গ্রহণ

করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মহাসেন’ ঝড় আঘাত হানার সম্ভাব্য

জেলা কক্সবাজারে আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য বাতিল করা হয়েছে জেলার সব কর্মকর্তার ছুটি। প্রশাসন

১১৩টি মেডিক্যাল টিম গঠন করে তাদেরকে প্রস্তুত

থাকতে বলেছে। বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত

লোকদের নিরাপদে সরিয়ে আনার প্রস্তুতিও নেয়া হয়েছে।

উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সাগরে মাছ ধরার

নৌকা ও ট্রলারগুলোকে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ১২৩০ কিলোমিটার

দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ

শামসুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড়টি রোববার

একই স্থানে অবস্থান করায় কিছুটা দুর্বল

হয়ে পড়েছিল। কিন্তু সোমবার সকালে ঘূর্ণিঝড়

কেন্দ্রের গতিবেগ বেড়ে সেটি আবার

শক্তিশালী রূপ নেয়।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কিলোমিটারের

মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায়

৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার

আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট এবারের ঝড়ের নামকরণ

করা হয়েছে তৃতীয় শতকের

সিংহলি রাজা মহাসেনের নামে। তথ্য সংরক্ষণ ও

কাজের সুবিধার জন্য আবহাওয়া বিশেষজ্ঞদের

সংস্থা এস্কাপ ঝড়গুলোর নাম আগেই ঠিক

করে রাখে।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File