আজ (রোববার) রাতের মধ্যেই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে।
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৫ মে, ২০১৩, ১১:২৬:০৩ রাত
আজ (রোববার) রাতের মধ্যেই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উচ্ছেদ করা হচ্ছে। যে কোনো সময় তাদের ওপর পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হতে পারে বলে বিশেষ একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, হেফাজতের সমাবেশস্থল বাংলাদেশের প্রাণকেন্দ্র। বাংলাদেশ ব্যাংকসহ অধিকাংশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল এলাকায়। এর পাশেই রয়েছে বঙ্গভবন। এছাড়াও বায়তুল মোকাররমের স্বর্ণের দোকান ও স্টেডিয়ামের দোকানগুলোতে হাজার কোটি টাকার মালপত্র রয়েছে। ইতোমধ্যে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররম ও স্টেডিয়ামের অনেক দোকান ভাঙচুর করেছে। লুট করা হয়েছে দোকানের মালপত্র। অগ্নিসংযোগ করা হচ্ছে পুলিশ বক্সসহ বিভিন্ন ভবনে। এ সব বিষয় মাথায় রেখে পুলিশ যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টন মোড় থেকে পুলিশ উচ্ছেদ অভিযানের পরিকল্পনা করে। বিজিবি ও র্যাব সদস্যরা ডিএমপি কন্ট্রোল রুমে অবস্থান করছে। হেফাজতের নেতাদের বক্তব্য শেষ হলেই মতিঝিল শাপলা চত্বরে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
রাত ৮টার দিকে পল্টন মোড়ে গোয়েন্দা সংস্থার সদস্যসহ পুলিশ স্বল্পপরিসরে অভিযান পরিচালনার জন্য রেকি করেছে। নেতাকর্মীদের শেষ ব্যক্তির বক্তব্য শেষ হলেই অভিযান পরিচালনা করা হবে। তবে হেফাজতে ইসলামের কর্মীরা যদি অবস্থান না নেয় সে ক্ষেত্রে পুলিশ তাদের যানবহন দিয়ে সহায়তা করার সিদ্ধান্তও নিয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রাইমখবরকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবি কাজ করছে। এখন পর্যন্ত তারা টহলের দায়িত্ব পালন করছে। কোনো অভিযান পরিচালনা করছে না। তবে সিদ্ধান্ত হলে- যেকোনো অভিযান পরিচালনা করবে।
বিজিবির ভারী অস্ত্র নিয়ে অভিযানের কৌশল কি হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-অভিযান পরিচালনার ক্ষেত্রে কৌশলও তখন নির্ধারণ করা হবে।
ডিসি মিডিয়া মাসুদুর রহমান জানান, আইন-শৃঙ্খলার অবনতি না হয় এবং রাতে যেন মতিঝিল এলাকায় কোনো প্রকার নাশকতামূলক ঘটনা না ঘটে সে বিষয় মাথায় রেখেই পুলিশ তার দায়িত্ব পালন করবে।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন