মধ্যযুগ কি আসলে অন্ধকারের যুগ না কি মুসলিমদের "স্বর্ণযুগ"

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ১০ এপ্রিল, ২০১৩, ০৫:৪৯:৩৮ সকাল



বর্তমান সময়ে আলোচনায় এসেছে 'মধ্যযুগ' শব্দটি। আসুন বিশ্লেষণ করি। ইউরোপ আর আমেরিকার লোকজন মধ্যযুগকে ইংরেজিতে অনুবাদ করে "Dark Ages" হিসেবে। কেন? এটা নিয়ে তিনটি মিনি গবেষণা শুরু হল। কী পাওয়া গেল জানেন?

গবেষণায় এল ওই যুগে জন্ম নিয়েছেন- আধুনিক এলজেবরা জ্যামিতি ও ত্রিকোণমিতির জনক আল খোয়ারিজমি, আধুনিক রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, আধুনিক চিকিৎসার জনক ইবনে সিনা, আলোক পদার্থ বিদ্যার জনক হাইসাম, এছাড়াও আল ফারাবি, আল রাজিসহ শত শত বিজ্ঞানী, দার্শনিক যারা ভিত্তি গড়েছেন বর্তমান আধুনিক যুগের। তাহলে কেন এটা ডার্ক এজ?

মুসলমানদের স্বর্ণযুগকে ইহুদী খৃষ্টানরা অন্ধকারের যুগ বলে গালি দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে। এখন দেখছি তাদেরই দোসররা মধ্যযুগকে গালিতে পরিণত করতে চাচ্ছে। আফসোস!

তারা ইউরোপিয়রা (ইহুদী, খৃষ্টানরা) তখন ছিল অন্ধকারে, তারা এসব জানত না, যারা শিখেছিল মুসলিমদের কাছে।

আর হ্যাঁ আমরা তো সেই "মধ্যযুগে"ই ফিরে যেতে চাই যেটা ছিল আমাদের মুসলিমদের "স্বর্ণযুগ"।

যেখানে হিংসা বিদ্বেষের দাবানল ছিল না। ওই সময়েও ইসলাম ধর্ম নিয়ে ইহুদি খৃষ্টানরা বিরুধিতা করত। তাই বলে বর্তমান সময়ের মত বিচারের নামে প্রহসন করত না। নাটক করত না। যা করত সরাসরি। প্রকাশ্যে।

আর ইসলামের বিরোধিতা করা হচ্ছে ছলে বলে কৌশলে। ফরিদ উদ্দিন মাসউদ মার্কা আলেম দিয়ে। শামীম আফজাল মার্কা ভন্ড দিয়ে। ট্রাইবুনালের নামে ইসলাম প্রচারকদের প্রতি ঘৃণা ছড়িয়ে। শাহবাগীয় কায়দায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করার এরকম ঘৃণ্য কৌশল তাদের জানা ছিল না।

পুনশ্চ : আওয়ামী লীগ তথা বামপন্থীরা যে মধ্যযুগের কথা ইঙ্গিত করছে সেই মধ্যযুগের এমন একটা উদাহরণও নেই যা বর্তমান সরকার করতে বাকি রেখেছে। বরং নির্যাতনের সব রেকর্ড ভেঙ্গেছে।

বিষয়: বিবিধ

২৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File