আমি থুথু দেই...........

লিখেছেন লিখেছেন মুহিউদ্দীন ফাহিম ৩০ এপ্রিল, ২০১৩, ০৬:২৯:১৮ সন্ধ্যা

গতকাল সারাদেশে যেটা নিয়ে সবচেয়ে আলোচনা হল তা হচ্ছে সাভার ট্র্যাজেডির উদ্ধার কাজে ব্রিটিশ সরকারের সহায়তা আমাদের আত্মমর্যাদা সম্পন্ন মহান সরকারের প্রত্যাখ্যান।

আমি ব্রিটিশ সহায়তার কথা প্রথম শুনেছি শনিবার রাতে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ সবার উপরে দেশ অনুষ্ঠানে বলেছিলেন,

"আমি শুনেছি হিথরো এয়ারপোর্টে বিমান রেডি ছিল আমাদের উদ্ধার কাজে সহায়তার জন্য, সরকারের অনুমতি পেলেই তারা চলে আসতো।"

সরকার সে অনুমতি দেয় নাই।

অনুমতি দিলে হয়তো লাশের সংখ্যা কিছুটা বাড়তো, কিন্তু জীবিত একজন মানুষকে বাঁচাতে পারলে সেখানেই জয় হত মানবতার। কিন্তু আত্মমর্যাদার কাছে মানবতার কোন দাম নাই।

আমরা হাজার শাহিনাকে জীবন্ত কবর দিতে পারি কিন্তু আমরা কারো কাছে মাথা নোয়াবো না। আমরা বীরের জাতি। আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি।

আমি থুথু দেই এই বীরত্বে, আমি থুথু দেই এই আত্মমর্যাদায়, এই আমি থুথু দেই সেই মানুষগুলোর মুখে যারা লাশের সংখ্যা কমানোর জন্য কত অসংখ্য জীবন্ত মানুষকে লাশ বানিয়েছে।

আমি থুথু দেই..................

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File