জমজম পানির অজানা তথ্য

লিখেছেন লিখেছেন ব১কলম ১১ অক্টোবর, ২০১৬, ০৯:৩৬:১৯ রাত

১ম পর্ব

জমজম কুপ: একটি ঐতিহাসিক প্রেক্ষিত

জানা কথা যে, যমযমের পানি নবী ইসমাইল আলাইস সালাম ও তার মা হাজেরার প্রতি আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে বের হয়ে এসেছিল এবং খুব অল্প সময়ের ব্যতীত প্রজন্মান্তরে এর সরবরাহ জারী ছিল । হাদিসের বর্ণনানুসারে যমযমের পানি মানুষের জন্য পুষ্টি এবং আরোগ্য। যুগে যুগে আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে বাছাই করা লোকদের এ যমযম কুপের রক্ষণাবেক্ষণ ওযত্ন নেওয়ার সম্মানে ভূষিত করেন। এর মধ্যে রয়েছে আবদুল মুত্তালিব বিন হাশিম (নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ ), মুসলিম যুগ আবু জাফর আল মনসুর, আব্বাসীয় খলিফা আল-মাহদী ও আল মুতাসিম বিল্লাহ, মামলুক সুলতান কাইতবাঈ, অটোমান সুলতান আবদুল হামিদ -২, এবং আধুনিক কালে সৌদি রাজাদের মরহুম কিং আব্দুল আযীয বিন আব্দুর রহমান আল-সৌদ ও তার পুত্রগণ। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ মরহুম আবদুল্লাহ বিন আবদুল আজিজ যমযমের পানি সার্ভিসিং ও বিতরণ পদ্ধতির যুগান্তকারী পরিবর্তন আনয়ন কল্পে পবিত্র মাসজিদুল হারাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে Kudai নামক স্থানে King Abdullah Bin Abdul Aziz Zamzam Water Project নামে একটি প্রজেক্ট স্থাপন করেন ।

(চলবে)

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378598
১২ অক্টোবর ২০১৬ রাত ০১:১২
আফরা লিখেছেন : জাজাকিল্লাহ খায়ের
378604
১২ অক্টোবর ২০১৬ রাত ০১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্টারেষ্ট পাচ্ছি!!!
378605
১২ অক্টোবর ২০১৬ রাত ০১:৫৯
নূর আল আমিন লিখেছেন : পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File