বিবিসিকে ধরে বেঁধে ‘দুঃখ প্রকাশ’ করাবে আওয়ামী দালাল মিডিয়া !
লিখেছেন লিখেছেন ব১কলম ০৮ জুন, ২০১৬, ০৬:১৭:২৩ সন্ধ্যা
গত ২৮ মে বিবিসি বাংলা বিভাগ হাসিনা সরকারের আবিস্কৃত ‘ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট’ মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে সংবাদ ছেপেছিল, ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল।’
এই সংবাদটি মূলত আওয়ামী লীগ এবং তাদের দাসত্ব করা এদেশের মিডিয়ার পিঠে ছুরিকাঘাতের মত। এই মিডিয়া এবং সরকার একজোট হয়ে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে পুরে এখন চাচ্ছে বিরোধী দল বিএনপির আরো কিছু নেতাকে ধরে দলটিকে নতুন করে দুর্বল করতে।
কিন্তু বিবিসির অনুসন্ধানী রিপোর্টি তাদের মিথ্যাচারের গালে চড় দিয়ে দেয়ায় বেজায় ক্ষুব্ধ হয় তারা। চরম সেকুলার (মাঝে মাঝে ইসলামবিদ্বেষীও) নীতি অবলম্বন করে চলা বিবিসির বিরুদ্ধে একজোট হয়ে লাগে আওয়ামী দালাল পত্রিকা এবং টিভিগুলো।
তারই অংশ হিসেবে এখন তারা প্রচারণা চালাচ্ছে, সেদিনের সংবাদ প্রচারের জন্য নাকি বিবিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বাংলাট্রিবিউন নামে আওয়ামী লীগের এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি অনলাইন সংবাদ প্রকাশ করেছে “জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার: বিবিসির দুঃখ প্রকাশ” শিরোনামে। সাথে জাগোনিউজ নামে আওয়ামী দলীয় যুদ্ধাপরাধী প্রয়াত মেজর আমজাদের মালিকাধীন প্রাণ গ্রুপের মুখপত্র শিরোনাম করেছে “বক্তব্য ছাড়াই জয়কে নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির দুঃখ প্রকাশ”।
আরো কয়েকটি অনলাইনে এই সংবাদ এসেছে। একাত্তর টিভিও এ নিয়ে প্রচারণা চালাচ্ছে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যে বিবিসি বাংলার বিরুদ্ধে অভিযোগ তারাই তাদের ওয়েবসাইটে এমন কোনো দূঃখপ্রকাশ মূলক সংবাদ ছাপায়নি।
আওয়ামী দালাল মিডিয়ার দাবি বিবিসির কমিউনিকশন্স বিভাগের পক্ষ থেকে তাদের কাছে ইমেইলে দূঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এভাবে ব্যক্তিগত পর্যায়ে দুঃখ প্রকাশের তথ্য সন্দেহের উদ্রেক করে। কারণ বিবিসির মতন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কাউকে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করার কথা নয়। যা করার তারা তাদের ওয়েবসাইটে, যেখানে আগের সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানেই করবে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে দালাল মিডিয়ার বক্তব্য হচ্ছে, বিবিসির ওই প্রতিবেদনে জয়ের বক্তব্য নেয়া হয়নি। অথচ বিবিসি সেই রিপোর্টেই জানিয়েছিল যে, জয়ের সাথে ফোন এবং ইমেইল উভয় মাধ্যমে যোগাযোগের পরও কোনো সাড়া পায়নি তারা (টুডে ডেস্ক)
বিষয়: বিবিধ
৮৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন