যাঝা (اجز), আযর (جرا) ও সওয়াব (ثواب) ১ম পর্ব
লিখেছেন লিখেছেন ব১কলম ১৬ নভেম্বর, ২০১৪, ০৯:৫১:১৬ রাত
আমরা যারা মুসলমান তারা অন্যের কথা বা কাজের জবাবে বলে থাকি-‘আল্লাহ আপনাকে উত্তম যাঝা দান করুন’ বা ভাল কাজের জন্য বলে থাকি ‘এতে অনেক সওয়াব’ ইত্যাদি । কিন্তু আমরা অনেকেই এসব শব্দের প্রকৃত অর্থ জানিনা ।
মানুষ ভাল বা মন্দ যে কর্মই করুকনা কেন তার বিপরীতে আল্লাহর তাকে যা প্রদান করবেন তা প্রকাশ করার পরিভাষা হিসাবে আল্লাহ পবিত্র কুরআনে যাঝা (جز), আযর (اجر) ও সওয়াব (ثواب) এ তিনটি শব্দ ব্যবহার করেছেন যার বাংলা অনুবাদ পুরস্কার, প্রতিফল, প্রতিদান প্রভৃতি শব্দ দ্বারা বুঝানো হয়ে থাকে । কিন্তু তিনটি শব্দের অর্থের মধ্যে মৌলিক পার্থক্য কি তা আমাদের জানা দরকার । নিম্নে উক্ত তিনটি শব্দের অর্থের মৌলিক পার্থক্য আলোচনা করা হলঃ
(১) যাঝা (جز)
যাঝা (جز)- অর্থ প্রতিফল । কেউ যদি কোন কাজ করে তবে স্বাভাবিক পরিণতি হিসাবে সে উক্ত কাজের একটা প্রতিফল পেয়ে থাকে । যেমন কেউ সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে আর বিপরীতক্রমে কেউ মাদকাশক্ত হয়ে পড়লে সে জীর্ণশীর্ণ হয়ে পঙ্গুদশায় উপনীত হবে ।
কেউ শীতকালে শীতবস্ত্র পরিধান করলে গরম অনুভব করবে বিপরীতক্রমে ঠাণ্ডা পানিতে অধিকক্ষণ অবস্থান করলে শীত অনুভব করবে । কেউ আল্লাহর সন্তুষ্টির আশায় দান খয়রাত করলে তার আত্মা পরিশুদ্ধ হবে আর কেউ নাম জাহির করার উদ্দেশ্যে দান খয়রাত করলে তার আত্মা অহংকারী হবে।
উক্ত আলোচনায় বুঝা যায় যে (جز)- বা প্রতিফল ভাল (positive) বা খারাপ (negative) উভয়ই হতে পারে ।
এভাবেই কেউ আল্লাহর নির্দেশিত পন্থায় জীবন যাপন করলে তিনি উহার প্রতিফল (جز) হিসাবে ইহলৌকিক ও পারলৌকিক অথবা শুধু পারলৌকিক পুরস্কার লাভের অধিকারী হবেন আর কেউ আল্লাহর নিষিদ্ধ পন্থায় জীবন যাপন করলে সে উহার প্রতিফল (جز) হিসাবে আল্লাহর ইহলৌকিক ও পারলৌকিক বা শুধু পারলৌকিক অথবা শুধু ইহলৌকিক শাস্তি লাভের অধিকারী হবে ।
কুরআন মযিদে প্রতিফল হিসাবে ভাল (positive) বা খারাপ (negative) উভয়ের বর্ণনাই রয়েছে, যেমন আল্লাহ বলেন-
. هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ ﴿الرحمن: ﴿٦٠﴾
সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে?
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّـهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ﴿الشورى: ٤٠
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।
. وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّـهِ وَاللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ﴿المائدة: ٣٨﴾
যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের প্রতিফল হিসেবে। আল্লাহর পক্ষ থেকে হুশিয়ারী। আল্লাহ পরাক্রান্ত, জ্ঞানময়।[
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন