হযরত ওমর(রা) এর ঈদ

লিখেছেন লিখেছেন ব১কলম ২৬ জুলাই, ২০১৪, ০৫:৫৬:২২ বিকাল

হযরত ওমর(রা) এর খেলাফতের সময়, একবার এক ঈদের দিন সকালে ঈদের নামাজের পর সবাই যে যার মত আনন্দ করছে। নির্যন এক স্হানে খলিফা ওমর কে দেখা যাচ্ছে কান্না করতে। লোক জন খলিফাকে প্রশ্ন করলো আজ ঈদের দিন, আপনি কাদছেন কেন?

হযরত ওমর জবাব দিলেন, রাসুল (সা) বলেছিলেন, যে ব্যক্তি জীবনে একবার রমজানের রোজা পেল আর সে ইবাদাত বান্দেগির মাধ্যমে তার গুনাহ সমুহ আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারলোনা, সে ধ্বংশ হোক। এখন রোজা শেষ হয়ে আজকে ঈদের দিন, আমি এখনো জানিনা আমার গুনাহ সমুহ মাফ করা হলো কিনা, আমি কিভাবে নিশ্চিন্তে তোমাদের সাথে আনন্দ করতে পারি? তাই গুনাহ মাফের জন্যে আল্লাহর দরবারে কাদছি।

হযরত ওমর রাঃ এর শাহী জিবনের অবস্হা ।

একবার ঈদে খলিফার ছেলেরা কাঁদছে নতুন কাপড়ের জন্য ।

স্ত্রী জানালে খলিফা বললেন "তাঁর সামর্থ নেই!!"

স্ত্রী বললেন আগামী মাসের বেতন থেকে কিছু টাকা নেন । অতপর খলিফা কোষাগারের সচিবের

কাছে একজনকে পাঠালেন । সচিব বললেন "দুটি শর্ত আছে ।

যদি খলিফা শর্ত পুরণ করতে পারেন তবে আমি দিতে পারি ।

১. আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন এই নিশ্চয়তা

২. আগামী মাস পর্যন্ত জনগন তাকে খলিফা মানবেন" কি ?

সেই ব্যক্তিটি ওমরের কাছে গিয়ে ঘটনা জানালে ওমর সিজদায় চলে গিয়ে বললেন

"আল্লাহর কুরআন মানুষকে কত পরিবর্তন করেছে । তারা খলিফাকে ভয় না করে আল্লাহকে ভয় করে"

বিষয়: বিবিধ

২৩৯৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248442
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
ডব্লিওজামান লিখেছেন : আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ..........
248445
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
দিশারি লিখেছেন : ভালো লাগলো
248477
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সন্ধাতারা লিখেছেন : দারুণ সুন্দর একটি শিক্ষামূলক ঘটনা। সত্যিই মহান গ্রন্থ কোরআন মানুষকে বদলিয়ে দেয় অলৌকিকভাবে।
248494
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:২৮
বাজলবী লিখেছেন : এ ঘটনা থেকে অামাদেরকে শিক্ষা গ্রহন করতে হবে।জাযাক অাল্লাহ খাইর।
248645
২৭ জুলাই ২০১৪ সকাল ০৮:১৮
ব১কলম লিখেছেন : সকলকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File