صِرَاطًا مُسْتَقِيم - সিরাতুল মুস্তাকিম

লিখেছেন লিখেছেন ব১কলম ১৪ জুন, ২০১৪, ০১:০৩:৪৫ দুপুর



«ضَرَبَ اللهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا، وَعَلَى جَنْبَتَيِ الصِّرَاطِ سُورَانِ فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ، وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ: يَاأَيُّهَا النَّاسُ ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا وَلَا تَعْوَجُّوا، وَدَاعٍ يَدْعُو مِنْ فَوْقِ الصِّرَاطِ، فَإِذَا أَرَادَ الْإِنْسَانُ أَنْ يَفْتَحَ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ:وَيْحَكَ لَا تَفْتَحْهُ فَإِنَّكَ إِنْ فَتَحْتَهُ تَلِجْهُ فَالصِّرَاطُ: الْإِسْلَامُ وَالسُّورَانِ: حُدُودُ اللهِ وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ مَحَارِمُ اللهِ وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ كِتَابُ اللهِ، وَالدَّاعِي مِنْ فَوْقِ الصِّرَاطِ وَاعِظُ اللهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন-

আল্লাহ্‌ পাক সিরাতুল মুসতাকিমের উদাহরণ দিচ্ছেন

যেন একটি সোজা রাস্তা,

যার দু’পাশে রয়েছে দুটি দেয়াল,

দেয়ালে আছে কতিপয় দরজা,

দরজায় রয়েছে পর্দা লটকানো ।

রাস্তার ফটকে দাড়িঁয়ে একজন ঘোষনাকারী ঘোষণা দিচ্ছেন-

হে পথিকগণ সোজা রাস্তার উপরে অবস্থান কর, বিচ্যুত হয়োনা ।

একজন আহবান কারী উক্ত পথের উপর থেকে দেয়ালের দরজা খুলতে উদ্যত কোন ব্যক্তকে সতর্ক করে বলছে-

তোমার জন্য দুঃখ, তুমি দরজা খুলতে যেয়োনা, তাহলে তুমি পতিত হয়ে যাবে ।

সোজা রাস্তাটি হল ইসলাম,

দুটি দেয়াল দুটি হল আল্লাহ্‌র দেয়া সীমা,

দরজাগুলি হল সে সকল যিনিস যা আল্লাহ করতে নিষেধ করেছেন ।



রাস্তার ফটকে দাঁড়ানো ঘোষনাকারী হল আল্লাহর কুরআন



আর পথের উপরের আহবান কারী হল সে সতর্ককারী যাকে আল্লাহ প্রত্যেক মু’মিনের অন্তরে রেখে দিয়েছেন ।


উপসংহারঃ

আপনি কি কুরআন পড়েন ও বুঝেন?

----তাহলেই তো কুরআন নামক ঘোষনাকারী ঘোষনা আপনি শুনতে পারবেন ও আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারবেন।

আপনার আত্মা কি জাগ্রত?

كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ ﴿المطففين: ١٤﴾

কখনও না, বরং তাদের খারাপ কাজ তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।

তাহলে পথের উপরের আহবান কারীর আহবান কিভাবে শুনবেন?

আপনি প্রতি দিন নামাজে ৩০ বারেরও অধিকবার আল্লাহর কাছে প্রার্থনা করেন

﴿ اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَ ۙ‏﴾

তুমি আমাদের সোজা পথ দেখাও

কিন্তু আপনি الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَ এর সন্ধান পাবেন কি?

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234708
১৪ জুন ২০১৪ দুপুর ০১:৫২
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
234731
১৪ জুন ২০১৪ দুপুর ০৩:০২
আফরা লিখেছেন : পথটা সোজা, এই সোজা পথের উপর সোজা হয়ে চলাটা অনেক কঠিন তবে যারা মোমিন তাদের জন্য কঠিন নয় ।আল্লাহ আমাদের সবাইকে মোমিন বান্দা হওয়ার তৌফিক দিন ।আমীন ।

আপনার লেখাটা সোজা ভাষায় সুন্দর হয়েছে ।ধন্যবাদ ।
234740
১৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
ব১কলম লিখেছেন : সকলকে ধন্যবাদ
234747
১৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
ছিঁচকে চোর লিখেছেন : অনেক কিছু শিখলাম। ধন্যবাদ
234883
১৪ জুন ২০১৪ রাত ১১:২০
ব১কলম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File