আমার লজিং জীবন-১

লিখেছেন লিখেছেন ব১কলম ৩০ মে, ২০১৪, ১১:৩২:৩৯ সকাল

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে আসার পরেও লজিং জীবনে লজিং থাকেননি এরকম ভাগ্যবানদের সংখ্যা সত্তর বা আশির দশকে খুব বেশী হবে বলে মনে হয়না । লজিং জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা বর্তমান প্রজন্মকে উপহার দেয়ার জন্যই থাকছে ধারাবাহিক আয়োজন 'আমার লজিং জীবন' ।

এবারে যে লজিংটির বিবরণ পেশ করব তা ছিল শহর থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশে । গৃহকর্তা ভূস্বামী । জমি জমা চাষ বাস করেন বাড়িতে কাজের লোক রেখে । ২টা ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব ছিল আমার উপর । লজিং বাড়িতে প্রথম যে মহা সমস্যায় পড়লাম তা হল - আমাকে বলা হল -বাড়িতে কোন টয়লেট নেই । বাড়ি থেকে একটু দূরে একটা প্রাইমারী স্কুলের টয়লেট ব্যবহার করতে হবে । ছোটবেলা থেকেই আমার ছিল পেটের সমস্যা। এটা একেবারে স্থায়ী রূপ ধারণ করেছিল । আমার কাছে মনে হচ্ছিল গোদের উপর বিষফােড়া । একটু ভাবেন----।

২য় সমস্য ছিল খাবারের মান । ছোটবেলা থেকেই আমি খাবারের প্রতি ছিলাম অতিমাত্রায় সংবেদনশীল । খুব বেছে বেছে খেতাম । ডাল ছিল আমার প্রধান অপন্দনীয় ও অসহনীয় খাবার । আর ঐ বাড়িতে প্রতি বেলায় ভাতের সাথে প্রধান তরকারী ছিল ডাল । মাঝে মাঝে নিরামিষ শাক পাতা । যেন সোনায় সোহাগা! ।

আরো মজার ব্যাপার ছিল প্রতি বেলায় খাবার চেয়ে খেতে হত । কয়েক দিন চোখ মূখ বুঁজে চললাম ভাবছিলাম পরিস্থিতির হয়তো উন্নতি হবে । কিন্তু বিধি বাম--------

কয়েক দিন পরে একদিন দুপুরে খাবার আসল চিরাচরিত ডাল আর শাক । ভাত টেবিলের উপরে রইল । আমি শুয়ে রইলাম । কিছুসময় পরে কাজের লোকটি এসে বলল স্যার ভাত খান না? আমি বললাম ভিতরে গিয়ে বলেন আমি এগুলো খাইনা । সে ভিতরে গিয়ে বলা মাত্রই গৃহকর্তী গর্জে উঠলেন, জোরে জোরে বললেন ' কাজের লোককেও মাছ খাওয়াতে হবে, মাষ্টারকেও মাছ খাওয়াতে হবে এত মাছ পাব কোথায়? একথা বলে একটা ভাজা কই মাছ পাঠিয়ে দিলেন ।

এতদিন আমি ভেবেছিলাম যে তাদের খাবার মানই বুঝি তাই যা আমাকে দেয়া হচ্ছিল । কিন্তু এবার ভাবলাম ভাল ভাল খাবার ঠিকই রান্না হয় কিন্তু মাষ্টারের জন্য বরাদ্দ ছিল না ।

খুব ঘেন্নাভরে কই মাছ দিয়ে ভাত খেয়ে বিকালে বেড়াতে বের হলাম শেষ বারের মত । পিঠ ফিরিয়ে বের হলাম, আর মুখ ফেরালাম না ।

চলবে....

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228262
৩০ মে ২০১৪ দুপুর ১২:১০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : অপেক্ষায় রইলাম
228344
৩০ মে ২০১৪ বিকাল ০৪:০৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আজকাল এসবি তো চলে। নিজেদের জন্য এক খবার পরের জন্য আরেক খাবার। তবে ব্যতিক্রম কিছু আছে। তবে জেনে ভালো লাগলো।
228377
৩০ মে ২০১৪ বিকাল ০৫:৪০
সন্ধাতারা লিখেছেন : অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলো
228523
৩১ মে ২০১৪ রাত ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি অদ্ভুত ঘটনা!!!
মানুষ সাধারনত শিক্ষক কে সন্মান করে। এই কি ধরনের মহিলা।
228623
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : শুরু হল লজিং মাস্টারের ভেতরের কাহিনী। লিখুন। সাথে আছি। ধন্যবাদ।
228796
৩১ মে ২০১৪ রাত ১০:০৬
ব১কলম লিখেছেন : শেয়ার করার জন্য সকলকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File