১৮ দল

লিখেছেন লিখেছেন ব১কলম ১১ মে, ২০১৩, ১২:১৮:৩৮ রাত

১৮দলতো একদা একটা করিল ভীষণ পণ -

স্বদেশের তরে, যা করেই হোক, লড়িবে আজীবন।

সকলে বলিল, 'আ-হা-হা কর কি, কর কি, ১৮দল?'

১৮ বলিল, 'বসিয়া তামাশা দেখিব কি চিরকাল?

আমরা না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?'

তখন সকলে বলিল- 'বাহবা বাহবা বাহবা বেশ।'

১৮র ভাই মতিঝিলে মরে, দেখিবে তারে কেবা!

সকলে বলিল, 'যাও না ১৮, করো না তাদের সেবা'

১৮ বলিল, তাদের জন্য জীবনটা যদি দিই-

না হয় দিলাম, -কিন্তু অভাগা দেশের হইবে কি?

বাঁচাটা মোদের অতি দরকার, ভেবে দেখি চারিদিক'

তখন সকলে বলিল- 'হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক।'

১৮ একদা হঠাৎ একটা ‘আল্টিম’ করিল বাহির,

৪৮ ঘন্টা সময় দিয়া, ‘পাওয়ার’ করিল জাহির;

পড়িল ধন্য দেশের জন্য ১৮ খাটিয়া খুন;

বলে যত তার দ্বিগুণ ঘুমায়, টিভি দেখে দশ গুণ;

হরতাল ডাকিল, মাঠে না নামিল, রিজার্ভ রাখিল বল

তখন সকলে বলিল- 'বাহবা বাহবা, বাহবা ১৮দল।'

১৮ একদা কাগজেতে দেয় দুর্নীতির কথা বলি;

পুলিশ আসিয়া গলাটি তাদের টিপিয়া ধরিল খালি;

১৮ বলিল, 'আ-হা-হা! কর কি, কর কি! ছাড় না ছাই,

কি হবে দেশের, গলাটিপুনিতে মোরা যদি মারা যাই?

বলো কি' বিঘৎ নাকে দিব খত যা বলো করিব তাহা।'

তখন সকলে বলিল – 'বাহবা বাহবা বাহবা বাহা!'

১৮ বাড়ির হ'ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;

হরতাল ডাকি, ঘুমায় নাক ডাকি, ডিবি খোঁজে কিনা যানি,

শিবির ফি-সন মরিছে ভীষণ, পল্টনে 'কলিসন' হয়;

মিছিলে টিয়ার, বুলেট আর গ্রেনেড ছোড়ার ভয়,

তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়ে রহিল ১৮দল

সকলে বলিল- 'ভ্যালা রে ১৮, বেঁচে থাক্ চিরকাল।'

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File