বাড়িতে টাকা পাঠানো এত সোজা!!!
লিখেছেন লিখেছেন গল্পকবিতা ৩১ মার্চ, ২০১৩, ০৪:০৩:৪৫ বিকাল
বাড়িতে টাকা পাঠাবো।
বরাবরে মতো এই ''অমুক টমুকই '' ছিল শেষ ভরসা।
বেশ কয়েকদিন ধরেই বিকাশের কথা শুনছিলাম।
নতুন কিছুর ব্যাপারে আমার দারুন ভয় আছে।
তবুও ভয়ে ভয়ে পাড়ার বিকাশ এজেন্টের কাছে গেলাম।
একাউন্ট খুলতে পারলাম না।
এজেন্ট বললেন, ভোটার আইডি কার্ড, আর ছবি লাগবে।
ভোটার আইডি কার্ড সাথে ছিল, ছবি ছিল না।
পরদিন ছবি নিয়ে ছুটলাম বিকাশ এজেন্টের কাছে।
পাঁচ মিনিটের মধ্যেই একাউন্ট হয়ে গেল।
আশ্চর্যের বিষয়, একটা টাকাও লাগলো না।
বাহ, আমার মোবাইলই এখন আমার একাউন্ট নম্বর।
মোবাইল দিয়ে কথাও বলতে পারবো, টাকাও পাঠাতে পারবো।
সাবাশ, দেশ তো মনে এগিয়েই যাচ্ছে।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন