লিখুন 'গল্পকবিতা'য়

লিখেছেন লিখেছেন গল্পকবিতা ২৪ মার্চ, ২০১৩, ১১:৫৯:৩৩ সকাল

অভিধান ঘাঁটলে 'পরিবার'-এর অর্থ যা পাওয়া যাবে: ১.পরিজন, ২.আত্মীয়; স্বজন। ৩.পোষ্যবর্গ। ৪.একান্নবর্তী সংসার। ৫.পত্মী। 'পরিবার' কি শুধু এই শব্দার্থে সীমাবদ্ধ? এই শব্দের সাথে জড়িয়ে আছে আমাদের কত কথা, মান-অভিমান, সুখ-দুঃখের কান্না, একসাথে জীবন সংগ্রামের লড়ে যাওয়া, ঘরবাঁধার আকাঙ্ক্ষা, ঘরে ফেরার টান, সাঁঝের বেলা প্রিয়মুখগুলো দেখতে পাওয়া। পরিবার এমন একটা বাঁধন যা ছেঁড়া যায়না। আসছে এপ্রিল মাসে গল্পকবিতা র লেখার বিষয় ' পরিবার '। পরিবার নিয়ে লেখা আপনার সেরা অপ্রকাশিত গল্প অথবা কবিতাটি পাঠিয়ে দিন ' গল্পকবিতা 'য়। লেখা পাঠানোর শেষ তারিখ ২৯ মার্চ। সেরা ছয়টি লেখার জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

বিষয়: সাহিত্য

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File