'গল্পকবিতা'র ‘পরিবার’ সংখ্যার ফলাফল প্রকাশ
লিখেছেন লিখেছেন গল্পকবিতা ১৬ মে, ২০১৩, ০৫:১৭:৫৮ বিকাল
নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম আয়োজিত ‘ পরিবার ’ সংখ্যার ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারক ও পাঠকের ভোটে গল্প বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন এশরার লতিফ তাঁর ‘ তৃতীয় দিন ’ গল্প নিয়ে। দ্বিতীয় বিজয়ী অদিতি ভট্টাচার্য , তাঁর গল্প ‘ ঢেঁকি অবতার ’। তৃতীয় খন্দকার আনিসুর রহমান জ্যোতি , গল্পের নাম ‘ শুওরের বাচ্চা ’।
কবিতা বিভাগে সেরা ৩টি কবিতা হয়েছে যথাক্রমে এশরার লতিফ -এর ‘ তোমাকে ’, রোদের ছায়া ’র ‘ কেবলই মায়ার টানে ’ ও আরমান হায়দার -এর ‘ নেই কেন খরশোলা ’।
বিজয়ীদের গল্পকবিতা এর পক্ষ থেকে অভিনন্দন। বিজয়ীরা পাচ্ছেন :
প্রথম গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১৫০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
দ্বিতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১০০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
তৃতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: ১ টি করে সনদপত্র।
গল্পকবিতা ডট কম প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় আগামী জুন মাসে প্রকাশিত হবে " অন্ধকার " সংখ্যা। এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে “ অন্ধকার ” নিয়ে আপনার লেখা অপ্রকাশিত গল্প ও কবিতা পাঠিয়ে দিন গল্পকবিতা 'য়। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মে।
বিষয়: সাহিত্য
১৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন