লিখুন 'অন্ধকার' নিয়ে
লিখেছেন লিখেছেন গল্পকবিতা ১৩ মে, ২০১৩, ০৪:৩১:৩৫ বিকাল
' অন্ধকার ' যার অভিধানিক অর্থ: আলোর অভাব; তিমির; তমঃ; আঁধার। কিন্তু আমাদের জীবনে 'অন্ধকারের অর্থ আরো ব্যাপক। অন্ধকার কখনও দুঃখ কষ্টের প্রতিচ্ছবি, কখনও আলোর জন্য প্রতীক্ষা, অন্ধকারের ভয়াবহতায় হারিয়ে যায় অনেক কিছু। তার পরেও বলতে হয় অন্ধকার আছে বলেই আলোর এত মহা মূল্যবান। আসছে জুন মাসে ' গল্পকবিতা 'র লেখার বিষয় ' অন্ধকার '। ' অন্ধকার ' নিয়ে লেখা আপনার সেরা অপ্রকাশিত গল্প অথবা কবিতাটি পাঠিয়ে দিন ' গল্পকবিতা 'য়। লেখা পাঠানোর শেষ তারিখ ২৯ মে। সেরা ছয়টি লেখার জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
বিষয়: সাহিত্য
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন