প্রকাশিত হল গল্পকবিতার 'শ্রমিক দিবসের বিশেষ সংখ্যা'
লিখেছেন লিখেছেন গল্পকবিতা ০৪ মে, ২০১৩, ১২:৫৪:১৪ দুপুর
শ্রমিক ভাইবোনদের ত্যাগ আর তিতিক্ষায় গড়া আমাদের সভ্যতা। আমাদের জীবন বাঁচাতে কিংবা সাজাতে তাদের রয়েছে বিশাল অবদান। তার পরেও তাঁরা পায়না তাদের শ্রমের মূল্য, জীবনের নিরাপত্তা। অভাব অনাটন আর দুঃখ কষ্টে কেটে যায় তাঁদের জীবন।
শ্রমিক ভাইবোনদের শ্রদ্ধা নিবেদন করতে ' গল্পকবিতা 'য় প্রকাশিত হল ' শ্রমিক দিবসের বিশেষ সংখ্যা '। প্রথম বারের মতো আয়োজিত এই বিশেষ সংখ্যাটি উৎসর্গ করা হল সাভারে ভবন ধসে নিহত ও আহত শ্রমিক ভাইবোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
বিষয়: সাহিত্য
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন