বুঝিলেন। ইন্টারনেটের মর্ম অবশেষে আব্বা হুজুর বুঝিলেন
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ৩০ আগস্ট, ২০১৩, ০৬:৩৪:৫৬ সন্ধ্যা
যাক অবশেষে আব্বা হুজুর বুঝিলেন ইন্টারনেটের মাজেজা । এইতো দুই সপ্তাহ আগে ঢাকায় যাওয়ার আগে আমারে এক হাত নিলেন। ইন্টারনেট আমার অমুক করছে তমুক করছে ইত্যাদি >_< । আইজকা হঠাত্ কইরা ফুন দিয়া জিগায় "বাজান তোর কম্পুটা কি ভালা?" আমি তো টাশ্কির জন্যে বাথরুমের কমোডে পইড়া যাইতে ছিলাম। যে বাপে কয়দিন আগে আমার কম্পিউটার পিডাইয়া ভাঙতে চাইছে আর সে আইজকা . . . । যাউগ্গা আমি কইলাম "যে আব্বা ঠিক আছে। কিন্তু ক্যান?" আব্বায় কইলো "না মাঝে মাঝে ইন্টারনেট চালানো দরকার এই আরকি।" আমি তো কতা শুইনা যায়গায় মখা অইয়া গেলাম
নোটঃএই ঘটনার ব্যাখ্যা আম্মাজানে কইলো। এর মাজেজা অইলো গিয়া আমার আব্বা হুজুর যে ব্যবসা নিছে তাতে উত্পাদনকারী প্রতিষ্ঠানের নব্বুই ভাগ বিদেশি। তারা মুপাইলে যোগাযোগ করে না ই-মেইলে করে। আর আমার আব্বার কাছে ই-মেইল আইডি চাইলে তিনি ভাবে যে ঐটা খায় না মাথায় দেয় :-P । আর এই কারনে তিনি হেব্বি প্রবলেমে আছেন। পরিশেষে উনি বুঝবার পারলেন এই ডিপার্টমেন্ট আমার ওনার না ।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন