গেন্জি প্যান্টের জগতে শাহেনশাহ্ কিন্তু অন্তরের জগতের ভিখারী চে
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ০৯ জুলাই, ২০১৩, ১১:৩৪:৫৪ রাত
বেচারা চে। কোন দুঃখে যে বিপ্লবী হইতে গেলো। তারচেয়ে মডেলিং করতো। বিপ্লব করে ডিজুস পুলা মাইয়াদের গেন্জি প্যান্টে একটা ছবি হিসেবে জায়গা পাইছে অন্তরে না। কোন ছেলে অথবা মেয়ে সানি লিওন কিংবা রবার্ট প্যাটিসনের ছবি আঁকা গেন্জি প্যান্ট পড়ে না কিন্তু ছেলেটারে জিগান সানি লিওন কে দেখবেন সানি লিওনের চোদ্দ গুষ্টির কুষ্ঠি উদ্ধার করছে। মেয়েটারে জিগান প্যাটিসন কে দেখবেন প্যাটিসন তো খালি প্যাটিসন ওর লিপিস্টিক কোন কম্পানির কি দিয়া বানাইছে সব কইয়া দেবো। অথচ ঐ পুলা মাইয়া গুলান যারা এত জ্ঞান রাইখা চে এর গেন্জি পইড়া লাফালাফি করে চে সম্পর্কে তাদের বিদ্যার বহর কতটুকু? উনি যে কে সেইটাই জানে না। তাও তো ভাল আরো মজার ব্যাপার হল প্রায় সবারই জ্ঞান শুধু নামটুকু পর্যন্ত তাও শুধু প্রথম অংশ।
নোটঃ "গেন্জি প্যান্টের জগতে শাহেনশাহ্ কিন্তু অন্তরের জগতের ভিখারী চে"
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন