আফটার অল ভাতের থালায় তো লাথি মারে নাই

লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ০৯ জুলাই, ২০১৩, ০৯:৩১:০৮ রাত

আজকে একটা পাশবিক

আনন্দ পেলাম। কেউ

কষ্ট পেলে কিংবা মন

খারাপ হলে আমারও মন

খারাপ হয়। কিন্তু

আজকে একজনের মন

খারাপ দেখে খুশি হলাম।

তাকে খোঁচা মারতেও

ভূল করলাম না।

কাজটা করেছি বুকের

জমানো কষ্টটা থেকে।

প্রায় দেড় কি দুই বছর

আগে এক বন্ধুর

সাথে কথা বলছিলাম।

সে প্রচন্ড

বিএনপি বিদ্বেষী মনো

দেখালো। সে বলল

"বিএনপির

লোকেরা জাত অসভ্য।

আমাদের এলাকার এক

হিন্দুর

সাথে কয়েকজনের

পার্সনাল কিছু

কথাকাটাকাটির কারন

তার

বাড়িতে গিয়ে ভাতের

থালায় লাথি মারছে।"

আমি বললাম

"এইটা কি খুবই

ভয়ঙ্কর বিষয়?"

সে বলল "অবশ্যই

আমরা হিন্দু

বলে আমাদের থালায়

লাথি মারার অধিকার

তাদের কে দিছে?"

আমিও

ধীরে সুস্থে বললাম

"অবশ্যই এটা জঘন্য

কাজ। আমাদের

এলাকার

আওয়ামীলিগের এক

পা চাটা কর্মী গত দুই

বছর আমার পচাত্তর

উর্ধ্ব নানার জীবন

অতিষ্ট করে তুলছে।

তার জমির (প্রায় ৮-১০

বিঘা) ধান সব

কেটে নিয়ে গেছে। তার

বিরুদ্ধে হাস্যকর ৮

টা মামলা দিছে। আমার

মামা যিনি গত ৪ বছর

দেশের বাইরে তার

বিরুদ্ধে ধানের গোলায়

আগুন দেয়ার

মিথ্যা মামলা করছে।

এর কারন শুধু

রাজনৈতিক

প্রতিহিংসা ও

তারা জোমাদ্দার বংশ

আর আমার

নানারা শিকদার।

নানার লিভারের

সমস্যা আর এই অসুস্থ

শরীরে তিনি সপ্তাহে

পটুয়াখালি কোর্টে যান

(পরবর্তীতে এই

অতিরিক্ত টেনশন ও

দৌড়াদৌড়ির

কারনে চার মাস পর

আমার নানা লিভার

ক্যান্সারে মারা যান)।

এখন বল

কোনটা বেশি গুরুতর?"

সে অত্যান্ত জিদের

সাথে বলল "অবশ্যই

ভাতের থালায়

লাথি মারা গুরুতর

অপরাধ। চিন্তা কর

ভাতের থালা।"

আমি আর কোন তর্ক

করলাম না। সে দিনের

পর ওর সাথে আর

দেখা হয় নি কারন ও

ঢাকা চলে গিয়েছিলো।

আজকে আবার

দেখা হল কয়েকজন

বন্ধু সমেত ওর সাথে।

কথায় কথায় খেয়াল

করলাম যে ও এখন

বিএনপি পন্থী এমনকি

হওয়া সত্তেও

হেফজতে সমর্থন

করে কথা বলছে।

পরে কথায় কথায় বলল

যে ওর দাদুর জমির

ফসল সব

আওয়ামীলিগের

লোকেরা কেটে নিয়ে গে

সে বলল

"আমি কল্পনাও

করতে পারি না যে বঙ্গ

আদর্শের

সৈনিকরা এই কাজ

করবে ছিঃ। আমার

মনটা তাই গত

কয়েকদিন ধরে খুব

খারাপ।" আমিও সুযোগ

পেয়ে গেলাম। ফট

করে বলেই ফেললাম

"আহহা এত মন

খারাপের কি আছে?

তেমন কিছুই তো হয়

নাই। আফটার অল

ভাতের থালায় তো আর

লাথি মারে নাই"

নোটঃ আজকে একটা ভা

শিক্ষা পেলাম।

সুযোগের জন্য

অপেক্ষা করা উচিত্।

সুযোগ আসবেই।

বিষয়: বিবিধ

১৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File