মোছলমান আরিপ ঝ্যাপ্টিক ও তার জুক্সের টাইটানিক
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ২০ এপ্রিল, ২০১৩, ০৮:১৫:৪৯ রাত
খবরঃ ব্লগার আরিপ
ঝ্যাপ্টিক লংমার্চের সিলেটের
মুসলমানদেরকে তাচ্ছিল্য করে ফেবুতে স্টেটাস দেয়।
.
.
আরো খবরঃ সে মহানবী (সঃ)
অবমাননাকারিদের
তৈল মর্দন করে এবং মুক্তি চেয়ে প্রেস
কনফারেন্স করে।
.
.
আরো আরো খবরঃ সে মেয়েদের
রিলেশানসীপ
স্টাটসের মত
ফেসবুকে নিজের
রিলেজিয়াস ভিউ
সময়ে অসময়ে বদলায়।
.
.
লুল খবরঃ এত কিছুর
পরেও সে আরজেল ভাই এর কাছে এবং জেবতিক বিভিন্ন টিভি চ্যানেলে এবং বিভিন্ন ব্লগ মিডিয়ায় নিজেকে ঈমানদার ও মুসলমান
বলে দাবি করে।
.
.
মাত্রাতিরিক্ত চরম
লুলীয় খবরঃ ঢালিউড
সুন্দরী প্রভা,
বলিউড
সুন্দরী সানি লিওন
এবং হলিউড
সুন্দরী এন্জোলিনা জোলী আফ্রিকার সাইবেরিয়ার হুনুলুলু
টিভি চ্যানেলে কিতকিত বেগমকে দেয়া সাক্ষাতকারে আজ সকালে দাবি করেছেন
যে তারা ভার্জিন।
তাদের এই উন্নতির
কারন সম্পর্ক
জিজ্ঞেস করলে তারা জানান
যে আরিপ ঝ্যাপ্টিক
তাদের অনুপ্রেরনা।
তারা সবাই
ঝ্যাপ্টিককে ধন্যবাদ দেন এবং অনুরোধ করেন যেন ঝ্যাপ্টিক
মিরাক্কেলের এই
যুগে জোকসের
টাইটানিকটা চালু
রাখেন।
ল্যাও ঠ্যালা
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন