বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে তুলে ধরলেন আর একটু উপরে

লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ১৯ এপ্রিল, ২০১৩, ১১:৩৪:৫০ সকাল

একটা গ্লাসে কিছু তরল পদার্থ নিন। এবার গ্লাসটি কিছু মানুষকে দেখান। ৮০ মানুষই বলবে গ্লাসটা অর্ধেক খালি আছে। আর হ্যা ঐ ৮০ ভাগ মানুষের মধ্যে আছি এই আমরা বাংলাদেশিরা। আমাদের একটা বাজে স্বভাব হল কোন বিষয়কে আমরা পজেটিভ ভাবতে শিখি নাই। যা কিছুই হোক নেগেটিভ দিকটাই আগে দেখতে হবে। ড. মুহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি যিনি নোবেল পুরষ্কার পেয়েছেন। প্রথম বাংলাদেশি যিনি আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব পেয়েছেন। আর এতে অনেকের চুলকানি শুরু হয়েছে। সে সুদ খাইছে, তার মেয়ে অমুক করছে তমুক করছে, বিদেশীগো লগে ওয়াইন আর স্যাইন্ডউচ খাইলেই এইসব পাওয়া যায় ইত্যাদি। ভাই থামেন আপনি পাইয়া দেখান না ক্যান? যাদের দালালী কর্তাছেন তারা তো খালি খাওয়া না ভারতে গিয়া মাথায় সিদুর ও দিছে। তিনি দেশের জন্যে কি পাইছে? পাইছে সীমান্তে শ খানেক লাশ, ফারাক্কা বাধ ইত্যাদি ইত্যাদি। হ্যা সুদ খাওয়া হারাম এবং একজন মুসলিম হিসেবে আমি এর বিরোধী কিন্তু ভাই আপনাদের মত প্রগতিশীল খাসীদের মুখে ব্যাপারটা বেমানান নয় কি? উনি খালি সুদই খাইছে দেশের জন্য কি কিছুই করে নাই? উনি যে নোবেল পুরষ্কারের খাতায় বাংলাদেশের নামটা লিখালো সেটা কি কম? উনি যে বিশ্বে মাইক্রো ক্রেডিটের প্রতিষ্ঠাতা সেটাও কি কম? উনার কারনে আজ কয়টা পরিবার স্বাবলম্বী হয়েছে সেটাও কি কম? আজ তার প্রতিষ্ঠিত গ্রামীন ব্যাংকে হাজারো বেকার লোক কাজ করছে সেটাও কি কম? তাই বলছি প্লিজ পজেটিভ চিন্তা করুন। এই যে পুরো বিশ্বে আজ বাংলাদেশের নাম জ্বল জ্বল করছে অন্তত এই কারনেও তাকে সাধুবাদ জানান। পরিশেষে একটা শোনা কথা বলতে চাই। কথাটি শুনেছিলাম ২০০৪ সালে তা সত্য কি মিথ্যা জানি না।

ব্রাজিলের ফুটবলার রিভাল্ডোকে একবার এক সাংবাদিক নাকি বলেছিল যে বাংলাদেশেও ব্রাজিলের অনেক ফ্যান আছে। তো রিভাল্ডো নাকি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন যে "WHAT IS BANGLADES?" অর্থাত্‍ বাংলাদেশটা কি? তবে আজকে হয়ত আর আমাদেরকে বিশ্বের দরবার এই রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে না। বরং আমরা আজ মাথা উচু করে বলতে পারবো "I AM A BANGLADESHI AND I AM PROUD FOR IT." ধন্যবাদ ড. ইউনুস। সকল নিন্দুকের থোতা মুখ ভোতা করে দিয়ে আপনি আবারো বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আর একটু উজ্বল করে তুললেন।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File