আমিই সেই ওড়না বাবা
লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ১৮ এপ্রিল, ২০১৩, ০৭:৩৯:৩১ সন্ধ্যা
জানিনা আমি আমার
মা কে কতটুকু
ভালবাসতে পেরেছি।
তবে এতটুকু
বলতে পারি আমি আমার
মাকে সব সময়
ভালবাসি বা আমার
মায়ের
ওড়নাটাকে বেশি ভালবাসি।
এই কারনে কতিপয়
ললনা আমাকে 'ওড়না বাবা'
উপাধি দান
করিয়াছেন। এর কারন
হল-
১. ভাত খাইছি। হাত
মুছিবার জইন্যে কিছু
পাই নাই। আম্মাজানের
ওড়নায় কাম
সাইরা দিছি।
.
২. গোসলের সময়
গামছা খুইজা না পাইলে আলমারি থেকে আম্মার
ওড়না লইয়া বাথরুমে যাই।
.
৩. গরমের সময়
ঘরে খালি গায়
থাকা অবস্থায়
যদি দেকি পাশের
ছাদে ললনারা উকি ঝুকিমারিতেচে তাইলে আম্মার
ওড়না চাদরের বিকল্প
হিসেবে ব্যবহৃত
হইতে বাধ্য।
.
৪.
অসময়ে ক্ষুধা লাগিলে খাদ্যের
জইন্যে গৃহকর্তীর
পড়িহিত ওড়নার
কোনা ধরিয়া দাড়াইয়া থাকা আমার
বহুদিনের পুরাতন
অভ্যাশ।
.
৫. ফ্লোরে বইসা ভাত
খাইতে সময় আম্মার
ওড়না বিছাইয়া ভাত
খামুই।
.
৬.
গায়ে কাথাঁ না নিয়ে আমি ঘুমাতে পারি না আবার
গরমে গায়ে দেওয়াও যায়
না। কাজেই আম্মার
ওড়না আমার শ্যাষ
ভরসা।
.
৭. ঠান্ডা লাগিলে যখন
নাক
দিয়া পদ্মা মেঘনা বাইর
হয় তখন
ঘরে হাজারটা টিস্যু
বক্স থাকিলেও ওড়নাই
আমার শেষ ভরসা।
.
৮. নামায পড়িতে গেলেও
জায়নামায
রাখিয়া ভুলে কখনো কখনো আম্মার
ওড়না ব্যবহার করি।
.
.
(যাহারা বিনুদিত
হইয়াছেন তাহাদের
বলিতে চাই
'ওড়না বাবা'
উপাধি অর্জন করা এত
সহজ নহে। কারন
ইহা অর্জন
করিতে গিয়ে প্রচুর
পরিমান থাপ্পর ও
খুন্তির বারি হজম
করিতে হইয়াছে।
কারন কষ্ট
নাকরিলে কেষ্ট
মেলে না।)
বিষয়: Contest_mother
১৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন