ব্লগারবৃন্দ একটু সময় নিয়ে ভাববেন কি??

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৮ অক্টোবর, ২০১৩, ০৩:৪৭:১৪ দুপুর



বাংলাদেশে অনলাইন জগতে ডানপন্থী তথা ইসলামপন্থীদের পদচারণা মাত্র কিছু দিনের। আগে ডানপন্থী তথা ইসলামপন্থী লেখকরা ছদ্মনামে বা সরাসরি ইসলামের কথা না বলেও বিভিন্ন ব্লগ বা সাইটে লিখার চেষ্টা করত। কিন্তু চরিত্র লুকানো যায়না। অল্প কিছুদিনের মধ্যেই ব্লক করা হত উনাদের। তারপর অধম্য ইচ্ছা আর আকাঙ্খা নিয়ে নতুন নিক নিয়ে লিখত আবার ব্লক.... মাঝে মাঝে পুরো আইপিশুদ্ধ ব্লক করত। এতে নতুন করে আইডি খুলাও সম্ভব হতোনা বিভিন্ন ব্লগে।

বাংলাদেশের আলেম সমাজ সিদ্ধান্ত নিতে দেরী করে এটা আমার মত অনেকেই বিশ্বাস করে এবং এটাই সত্য। ইংরেজী শিক্ষা হারাম, টিভি দেখা হারাম, ইন্টারনেট হারাম ইত্যাদি ফতোয়ার কারণে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসলামপন্থীরা পেছনে। বর্তমানে কিছু আলেমের মুখে শুনি মারণাস্ত্র প্রস্তুত হারাম! আবার তারাই দেখি বিলিয়ন বিলিয়ন খরচ করে অ-মুসলিমদের থেকে অস্ত্র ক্রয় করে।

মূলত যা বলতে চাচ্ছি- ডানপন্থী তথা ইসলামপন্থী লেখকরা যখন বিভিন্ন রাম-বামদের ব্লগে গিয়ে ব্রক খেতে খেতে বিরক্ত সে সময় “সোনার বাংলাদেশ” ব্লগ চালু হয়ে এবং খুব দ্রুত প্রসার লাভ করে। ডানপন্থী ব্লগাররা রাম-বামদের ব্লগ ছেড়ে খুব দ্রুত ভিড় জমায় এখানে। এ ছেড়ে যাওয়াকে কেন্দ্র করে অনেক ব্যাঙ্গ করে অনেক লেখা দেখেছি বাম ব্লগ গুলোতে। খুব অল্প সময়ে বাংলা ভাষায় সেরা ব্লগ হিসেবে নিজের স্থান করে নিতে সক্ষম হয় সোনার বাংলা। তৈরী হয় নতুন নতুন লেখক, কবি, প্রাবন্ধিক। অনেক সুপ্ত প্রতিভার অধিকারীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। প্রতিটি লেখায় মন্তব্য, প্রতিমন্তব্যের সংখ্যা শতাধিক পেরিয়ে যেত অল্প সময়ের ব্যবধানে।

ব্লগে মাইনাস বাদ দেয়া নিয়ে কিছু ব্লগার অভিমান করে চলে যায়, পরে ধীরে ধীরে প্রায় সবাই ফিরে আসে ব্লগারদের অনুরোধে। ব্লগটি চলছিল পুরোদমে। হঠাত সরকারের রোষনলে পড়ে যায় ব্লগটি বন্ধ হয়ে যায় সোনার বাংলা।

সোনার বাংলা বন্ধ হওয়ার কিছুদিন পূর্বে টুডে ব্লগ চালু হয়। সোনার বাংলা ব্লগের প্রায় সকল ব্লগার এখানে এসে পুনরায় মিলিত হয়। সোনার বাংলাদেশ এবং বিডিটুডে কি শুধু ব্লগার তথা লেখক তৈরী করতে পেরেছে?? পাঠক পারেনি?? বিডিটুডে তে এসে সকল ব্লগার যেন মন্তব্য করতে ভুলে গেছে। এখানে সারাক্ষণই ৫০/৬০জন ব্লগার অনলাইনে থাকেন আবার পাঠক থাকেন দু’শতাধিক। কিন্তু সে হিসেবে মন্তব্য!! একেবারে নগণ্য। ফেসবুক থেকে মন্তব্য করার অপশন থাকলেও সেখানেও মন্তব্য থাকেনা। মন্তব্য না থাকলে কোন লেখকই নতুন কিছু লিখতে আগ্রহী হননা। তাই আসুননা আমার সবাই পড়ার পাশাপাশি মন্তব্য করি। আর মন্তব্যে যে সকল বিষয় আসতে পারে (আমার মতে):

১) ধন্যবাদ জ্ঞাপন( সময় না থাকলে বা টাইপ সমস্য হলে রেডিমেইড মন্তব্য বা ইমো দেয়া যেতে পারে।)

২) লেখার মানোন্নয়নের জন্য পরামর্শ

৩) লেখকের মতের সাথে একমত না হলে আপনার মতামত জানানো।

৪) লেখকের প্রদত্ত তথ্যে ভুল বা সংশোধনী থাকলে তা প্রকাশ করুন, তাতে লেখক পাঠক সবাই উপকৃত হবে।

৫) আর কোন মিথ্যা অবাস্তব কিছু থাকলে ঐ আলাদা ব্লগ লিখার পূর্বে ঐ লিখাতে মন্তব্য দিন তাহলে পাঠক বিভ্রান্ত হবেনা।

৬) আপনার নিজ ব্লগে যাওয়ার আমন্ত্রণ জানাতে পারেন।

এভাবে আরো বিভিন্ন বিষয় মন্তব্যে আসতে পারে। এভাবে একে অন্যের লিখায় মন্তব্য করলেই মন্তব্যের পরিমাণ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। কারণ আপনি যার লিখায় মন্তব্য করলেন তিনি আপনার ব্লগও ঘুরতে যাবে নিশ্চয়। আর আপনার ব্লগ বাড়িতে গেলেতে খালি হাতে ফিরবেনা।

আসুন ব্লগ লিখি পড়ি, মন্তব্য করি। আমরা অন্যের মেধাকে মূল্যায়ন করি তাহলে নিজের মেধার মূল্যায়ন হবে।

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File