হুন্ডিতে লেনদেন কতটুকু নিরাপদ !!

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৭ অক্টোবর, ২০১৩, ০৫:৪৯:৫৮ বিকাল

ইসলাম সম্পর্কে যতটুকু জানি ততটুকু অন্যকে জানানো/ শিখানো আমি দায়িত্ব জ্ঞান করি। কারণ রাসুল সা: এর একটি হাদিস পড়েছি- "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের নিকট পৌছে দাও।'

রুম থেকে একটু দূরে এক কোম্পানীর ক্যাম্প অনেক চেষ্টার পর ওখানকার কিছু বাংলাদেশী লোককে কোরআন শিক্ষায় বসানোয় সফল হলাম। সবার শিক্ষাগত যোগ্যতা মোটামুটি বাংলা পড়তে পারে। আরবী বলতে ছোটকালে কায়দা-আমপারা পড়েছে; এখন হরফগুলো চিনেনা। যাকা হরফ চিনানো আর দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি (আমার যোগ্যতার মধ্য থেকে) । গত শুক্রবারে একজন প্রশ্নকরে বসল ভাই হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ-নাকি নাজায়েজ। এ ব্যাপারে আমার নিশ্চিত কোন জ্ঞান নাই। কিন্তু সাধারণ বিবেকে নিষিদ্ধ বা না-জায়েজ মনে হল। কিন্তু নিশ্চিত না হয়ে ফতোয়া দিয়ে দুনিয়া বা আখিরাত উভয় কিংবা কোন দিকেই ক্ষতি গ্রস্থ হতে চাইনি। তাই বললাম আমি মুফতি না হওয়ায় জায়েজ বা নাজায়েজ বলতে পারছিনা। তবে কিছু বিষয় বিবেচনা করবেন-

১) হুন্ডিতে টাকা পাঠানোয় যেখান থেকে পাঠান এবং যে দেশে পাঠান উভয় দেশের সরকারকে ফাঁকি দেয়া হয়।

২) হুন্ডির টাকাগুলো মাদক-চোরাকারবারীরা এ টাকা ব্যবহার করে অর্থাত আমার আপনার টাকাগুলো অবৈধ কাজে লাগাচ্ছে।

৩) হুন্ডিতে পাঠানো টাকা বেশির ভাগই মা-বোন তথা মহিলাদের হাতেই যায়; বর্তমানে জাল টাকার যেভাবে ছড়াছড়ি তাতে ২০/৪০ হাজার টাকার বান্ডেলের ভেতর ১/২টা জাল নোট ডুকিয়ে দেয়া অসম্ভব কিংবা অস্বাভাবিক কিছু নয়।

৪) যে বা যারা হুন্ডি পরিচালনা করে যে কোন সময় বড় অংকের টাকা নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে গ্রাহকের টাকাও মারা যায়।

৫) সর্বোপরি ঘরে নগদ টাকা রাখার মত ঝুঁকিপূর্ণ কাজ আরেকটি আছে বলে মনে হয়না। কারন আপনি বাড়িতে লাখ-দুলাখ টাকা পাঠালেন আর এই টাকা নিয়ে হুন্ডিওয়ালা আপনার বাড়িতে গেল। সমাজের চোর-ডাকাতগুলো জানতে পেরে রাতে গিয়ে আপনার বাড়িতে উঠল......

এভাবে আরো অনেক অপকারিতা আছে। এবার আপনি সিদ্ধান্ত নিন টাকা কিভাবে পাঠাবেন হুন্ডিতে! নাকি ব্যাংকে।

বিষয়: বিবিধ

২১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File