কথপোকথন!

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৩ জুন, ২০১৩, ০৪:০৭:৫৭ বিকাল

কি ভাই কি খবর?

﴿الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ﴾ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখল বিশ্ব –জাহানের রব। (সুরা ফাতিহা)

ভাল আছেন! তো আপনার দলের কি অবস্থা?

﴿يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ﴾ তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে ৷ কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না, তা কাফেরদের কাছে যতই অপ্রীতিকর হোক না কেন ৷ (সুরা তাওবা ৩২)

বুঝলাম আপনার বিশ্বাস আপনারাই জয়ী হবেন; তো আপনাদের উপর সরকার যে জুলুম নির্যাতন করছে একে আপনারা কি মনে করেন?

﴿وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি (ভীতিপ্রদ পরিস্থিতি) ক্ষুধা এবং মাল,জান ও ফল-ফসলের ক্ষতির দ্বারা। আর ধৈর্য অবলম্বনকারীদেরকে সুসংবাদ দাও। (বাকারা : ১৫৫)

আপনারা এটাকে পরীক্ষা মনে করছেন, কিন্তু আমার মনে হয় আপনারা যদি আ’লীগের কথামত চলতেন তাহলে এত বিপদ হতো না..

مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোন মুসিবত আসে না৷ (তাগাবুন-১১)

আপনার কথা সত্য আচ্ছা আপনদের বড় বড় সব নেতারা জেলে, আপনাদের সবার বিরুদ্ধে অলিখিত গ্রেফতারি পরোয়ানা, তারপরেও মিছিল, মিটিং, পিকেটিং সবই করেন ভয় করেনা?

﴿إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَىٰ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ﴾ নিশ্চয় যারা মুসলমান, যারা ইহুদী, ছাবেয়ী বা খ্রীষ্টান, যে-ই আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান আনবে এবং সৎকাজ করবে নিসন্দেহে তার কোন ভয় বা মর্ম বেদনার কারণ নেই৷ (মায়েদা ৬৯)

তাতো দেখতেই পাচ্ছি ঘরে ঘুমাতে পারেননা, পুলিশ, গোয়েন্দা, র‌্যাব থেকে শুরু করে সরকারের সকল বাহিনীই আপনাদের বিরুদ্ধে তারপরেও আপনাদের মিছিল দেখলে আমাদেরই ভয় লাগে, আচ্ছা বলবেন কি এই নির্যাতনে যদি আপনারা নিশ্চিহ্ন হয়ে যান? বা আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারেন তাহলে এত কষ্ট করে কি লাভ?

﴿تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ﴾﴿يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ﴾

তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আন এবং আল্লাহর পথে অর্থ-সম্পদ ও জান-প্রাণ দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতিব কল্যাণকর যদি তোমরা তা জান৷ আল্লাহ তোমাদের গোনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমনসব বাগানে প্রবেশ করাবেন যার নীচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে৷ আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন৷ এটাই বড় সফলতা৷ (সফ-১১-১২)

আপনারা যত কিছুই করেন না কেন সরকার মনে হয় আপনাদের শেষ করেই ক্ষান্ত হবে..

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا﴾

যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট৷ আল্লাহ তাঁর কাজ সম্পূর্ণ করে থাকেন৷ আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন৷

আচ্ছা আ’লীগের ব্যাপারে আপনাদের অভিমত কি?

﴿إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ﴾ যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে , তারপর তা থেকে তওবা করেনি , নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি৷ (বুরুজ ১০)

গেলাম ভাই, আপনাদের সাথে কোথাও পারবনা......

সালামুন আলাল মুসসালীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন, ফি আমানিল্লাহ।

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File