নব্যরাজাকার উপাধি এবার পেয়েই যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান !
লিখেছেন লিখেছেন আফলাতুল হোসেন লিমন ২৯ মার্চ, ২০১৩, ০১:৪২:২৪ রাত
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীবলেন, দেশের আইনেই সরাসরি গুলি করার বিধান আছে৷
তবে আইনের এই বিধান সরাসরি গুলি করার নয় বলে ডয়চে ভেলেকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান৷তিনি জানান, পুলিশ কখন কোন ধরণের শক্তি প্রয়োগ করবে তা আইনে আছে৷ গুলি করার প্রশ্ন আসবে সর্বশেষ পর্যায়ে৷ যখন জীবন ও সম্পত্তি রক্ষার আর কোনো পথ থাকবে না তখনই গুলি করা যাবে৷ আর গুলি করার যে প্রয়োজন ছিল তা পুলিশকে প্রমাণ করতে হবে৷ অর্থাৎ, গুলির ঘটনা যৌক্তিক হতে হবে৷ এ কারণেই পুলিশের প্রতিটি গুলির ঘটনাই তদন্তের বিধান আছে৷ যদি গুলি করাকে যৌক্তিক প্রমাণ করা না যায়এবং গুলিতে কেউ যদি মারা যান, তাহলে তা হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে৷ এবং দায়ী পুলিশ সদস্যকে সেজন্য আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে হবে৷
http://www.natunbarta.com/national/2013/03/29/18605/2ddc37bd3bfd788d90a3ecbda49fb00d
বিষয়: রাজনীতি
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন