_______মতিউরকে মতিয়া_______

লিখেছেন লিখেছেন আফলাতুল হোসেন লিমন ১১ মে, ২০১৩, ১০:৫১:০৫ রাত

দেশে শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ! প্রথম আলোর এ জরিপ নিয়া আমারও একটু সন্দেহ আছে । পত্রিকাটি সবসময় এ সরকারের পা চাটতে ব্যাস্ত , কিন্তু হঠাত্‍ এ খবর তো সরকারকে অসন্তুস্ট করবেই । এখানে নিশ্চয়ই সরকারের একটা কেরামতি থাকতে পারে না হলে কি করে প্রথম আলোর জরিপ এই আওয়ামী সরকারের বিপক্ষে যায় !

আর এই নিয়ে মতিয়া আফারতো ভীষন ক্ষেপা ...

“প্রথম আলো এমন অনেক জরিপই করে। পত্রিকাটিই নিরপেক্ষ নয়। তাদের একটি রাজনৈতিক দিকদর্শন আছে। এর সম্পাদক তওবা সম্পাদক। তিনি তীর নিক্ষেপ করেন, আবার স্যরিও বলেন।”

“এটা দেখার বিষয়, ওনারা কতজন মানুষের মধ্যে এই জরিপ করেছেন। তারা কতজনের কাছে জরিপ নিয়ে গিয়েছেন। দেশের কতজন মানুষই বা ইন্টারনেট ব্যবহার করে।”

“মাইনাস টু ফর্মুলাতেও ‘প্রথম আলো’ ছিল ।কিন্তু তারা তা বাস্তবায়ন করতে পারেনি।”

“প্রথম আলো নোংরা বক্তব্য দেয় এবং স্যরিও বলে। কিন্তু স্যরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায়! কেউ যদি সিগারেটের আগুন দিয়ে আপনার জামা পুড়িয়ে দিয়ে স্যরি বলে, তাহলে কি সব ঠিক হয়ে যাবে?”

আহ্ ! কি লজিক্যাল নাটক !!!

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File